পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতালীতে রবীন্দ্রনাথের সম্বৰ্দ্ধনী— নেপলস সহরে রবীন্দ্রনাথকে বিশেষ আদরের সহিত সম্বৰ্দ্ধন কর হইয়াছে। উহাকে একখানি স্পেশাল টুেণে করিয়া রোমে লইয়। যাওয়া হয়। সিনর মুসোলিনীর সহিত তাহার সাক্ষাৎ হইয়াছিল। রবীন্দ্রনাথ রোম বিশ্ববিদ্যালয়ে একটি বক্ত তা প্রদান করিবেন। ইতালীর আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ঠাহীকে সদরে নিমন্ত্রণ করিয়াছেন । حاجی শ্রীহটের বঙ্গভূক্তি— শ্ৰীহট্টের বঙ্গভুক্তি সম্বন্ধে ভারত সরকারের সিদ্ধাস্ত সৰ্বকারী ভাযে এ-পর্য্যন্ত ঘোষিত না হওয়ায় অনেকের মনেই সন্দেহের উদ্রেক হষ্টয়াছে। ভারতসটিয নাকি “ভারত সরকারের উপর—এ ইটের বঙ্গভুক্তি অনুমোদন ক্রমে আসামের oséâ witHa-oxo (status) বিবেচনার ভার দিয়াছেন। এই দুই বিষয় এক সঙ্গেই বিবেচনা করা চাই ; সুতরাং ভারতসরকার একটু গোলমালে পড়িয়া গিয়াছেন। বেসরকারী ভাবে যে খবর আসিয়ছিল তাহার সরকারী ভাবে সমর্থন অথবা প্রত্যাহার কিছুই এ-পর্য্যন্ত হয় নাই। শ্ৰীহট্ট বঙ্গভুক্ত হইলে আইন পরিষদে মাত্র চার জন প্রতিনিধি পাঠাইতে পরিবে। এখন ১২ জন প্রতিনিধি আসাম কাউন্সিলে সইতে পারে। কাউন্সিলের নির্বাচন সমাগত, কাজেই শহট্টের বঙ্গভুক্তি প্রস্তাব সত্বর গুঙ্গীত হওয়া বাঞ্ছনীয় । বাংলায় অস্পৃষ্ঠভ। পরিহার— কুমিল্লা প্রায় দে৬ বৎসর হইল কুমিল্ল। অভয় আশ্রম কর্তৃক একটি মেথর বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়াছিল। বৰ্ত্তমানে ইহার ছাত্র-সংখ্য আটাশ জন । তন্মধ্যে মেথর কুড়ি জন । মেথর ছাত্রদের মধ্যে এগার জন থদর ব্যবহার করে। এই বিদ্যালয়কে কেন্দ্র করিয়া মেথব পাড়ায় অঙ্গ অষ্ঠ কাৰ্য্যও আরম্ভ করা হইয়াছে। বৰ্ত্তমানে একটি বাঙ্ক স্থাপন করা হইয়াছে। মেথরদের কঠোর শ্রমলব্ধ সামান্ত আয়ের অধিকাংশই কঠোর কুসীদজীবীদের স্বদ দিতেই নিঃশেষ হইয়া যাইত। মেথরদের এই শোচনীয় অবস্থা হইতে মুক্ত করিবার নিমিত্ত আশ্রম হইতে নাম-মাত্র স্বদে ইহণের ঋণ দিতে আরম্ভ করা হইয়াছে। এই কাজে প্রায় ৪•••• চার হাজার টাকা মূলধন প্রয়োজন। জনৈক উদারচেতা ধনী এই টাকার গুপ্ত ব্যাঙ্কে আশ্রমের পক্ষে জামিন দিতে স্বীকৃত হইয়াছেন । আশ্রমের কর্তৃপক্ষ আশা করেন, অস্তান্ত অনুন্নত শ্রেণীর মধ্যেও ইহার কার্ধ্য শীঘ্রই বিপ্তার লাভ করিবে বলিয়। আশা করা যায় । আশ্রম-সেবকগণের অক্লান্ত সেবা ও চেষ্টার ফলে মেথরপড়া পুৰ্ব্বাপেক্ষ। পরিষ্কার পরিচ্ছন্ন হইয়াছে। তাছার অনেকে মদ খাওয়া বদ্ধ করিয়াছে এবং অনেকে মদ ত্যাগ করিবার চেষ্টা করিতেছে।

  • ミs*ぐ勾エss"。多定。

বাঁকুড়া গত মাসে ডাঃ নীলমাধব সেন এম. বি মহাশয়ের সভাপতিত্বে অভয় আশম কর্তৃক বাঁকুড়ায় মেথর বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়াছে। ৩০ জন ছাত্র লইয়। এই বিদ্যালয় অlরস্ত হইয়াছে । ত্রিপুর ব্ৰাহ্মণবাড়িয়া চিত্তরঞ্জন জাতীয় প্রতিষ্ঠান কর্তৃক ব্রাহ্মণবাড়িয়৷ ’মউনিসিপ্যালিটির অধীন ভাদুগড় গ্রামে চামার বালকদিগকে শিক্ষা দান করিবার জন্ত একটি নৈশবিদ্যালয় থোল হইয়াছে। ইতিমধ্যে ৫০জন চামীর বালককে বিদ্যালয়ে ভক্তি করিয় লওয়া হইয়াছে। বঙ্গে বিধবা-বিবাহ— বলবিধবাদের উষ্ণশ্বাসে হিন্দু-সমাজ অভিশপ্ত। যাহারা বিধবাদের দুঃখমোচনার্থ চেষ্টা করিতেছেন উteার প্রকৃত সমাজসেবী । আমর নিম্নে গত মাসে অনুষ্ঠিত কয়েকটি বিধবা-বিবাহের সংবাদ দিলাম :– (১) চন্সকান্ত ভূইমালী নামক বরিশাল জিলার তথাকথিত অনুন্নত শ্রেণীর একজন লোক একমাস পূৰ্ব্বে তাহীর অষ্টম বর্ষীয় কস্তার বিবাহ দিয়াছিল, কিন্তু বিবাহের পাঁচদিন পরেই বালিকার স্বামী মারা যায়। চন্দ্রকাস্ত গত ৩০শে এপ্রিল রতনপুর নিবাসী জনৈক যুবকের সহিত বিধবা বালিকাকে পুনরায় বিবাহ দিয়াছে। —বরিশাল-হিতৈষী (২) গত মাসে নারায়ণগঞ্জে মোক্তার যাবু জ্ঞানচন্দ্র দাসের বাড়ীতে একটি বিধবা বিবাহের অনুষ্ঠান হইয়া গিয়াছে। বালিকাটি ১১ বৎসর বয়সে বিধবা হয় ; এক্ষণে তাহার যরস মাত্র ১৩ । আসানসোলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার লীযুক্ত বাবু পবিত্ৰকুমার ঘোষ, উক্ত কস্তাটির পাণিগ্রহণ করেন। পবিত্রবাবু বিক্রমপুরের এক সন্ত্রাপ্ত পরিবারের সন্তান । —আনন্দবাজার পত্রিক (৩) স্থানীয় হিন্দু হিত-সাধিনী সগর প্রচেষ্টায় মৈমনসিংহ জিলায় স্থানে স্থানে বিধবা-বিবাহ হইতেছে। সম্প্রতি থান৷ বাজিতপুরের অন্তর্গত নন্দিন গ্রামের নবীনচন্দ্র বিশ্বাস মহাশয়ের পুত্র শ্ৰীমান জয়চন্দ্র বিশ্বাসের সহিত ত্রিপুর। জিলার চারতলা গ্রাম নিবাসী শ্ৰীযুক্ত গগনচন মণ্ডলের বালবিধষী জ্যেষ্ঠ কস্তার বিবাহ হইয়াছে। কতিপয় সহৃদ? ব্যক্তি ঐ অঞ্চলে বিধবা-বিবাহের জন্তু অক্লান্ত পরিশ্রম করিতেছেন। -5ां★भिश्ध्नि আসাম কাউন্সিলে মহিলা-সদস্য— ভারতের বিভিন্ন প্রাদেশিক যাবস্থাপক সভাগুলি ইতিপূৰ্ব্বে भश्लिोशिएक निर्रुiफ़नाषिकांब्र निग्न भश्लिांtप्रब्र छांक्षा प्रांदो अंद করিয়াছেন। তাঙ্গার ফলে সম্প্রতি ভারত-শাসন সংস্কার আইনে ংশোধন হইয়াছে এবং ভারতীয় মহিলাগণ কাউন্সিলে নিৰ্ব্বাচিত হইবা অধিকার পাইয়াছেন । আসাম প্রাদেশিক আইন সভা এ পর্য্যস্ত এ