পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রেস্তিনোয় পাহাড় দেখা (Ե»ծ ফাসসীতালের পোষাক সদর হিবয়েন হইতে আল্পস পায় হইয়। ক্রেস্তিনোয় পৗছিয়াছে। সবই পায়দল । এখন আবার পায়ুদলই সুইট্‌জালাগু হইয়া ফ্রান্সের স্বাত্রী। পথে পথে ভিখ মাগিয়া খাওয়াই যুবাদের দপ্তর। এই উপলক্ষ্যে এক জাৰ্ম্মান নারী বলিলেন— ” জাৰ্ম্মানিতে এবং অষ্টিয়ায় যৌবন-আন্দোলনটা এক অনর্থের কারণে দাড়াইয়া যাইতেছে। মজুরের, ছেলে.ছাকরার নিষ্কৰ্ম্ম জীবন চালাইবার একটা ফিকির :ষ্টিয়াছে ! ‘ভবঘুর্যে’, ভ্যাগাবও, জোচ্চোর ইত্যাদির rল বাড়িয়া যাইতেছে।” দুনিয়ার সকল “স্থ’র সঙ্গে বাধ হয় গণ্ডী কয়েক “কু’ও মাখানে থাকে। ( > ) পথে-পথে পাহাড়ী আত্মার বাণী শুনিতেছি নিঝর জাৰ্ম্মণ চারণ হাণ্টtর ( বোৎসেন ) কণ্ঠে । আকাশ ফাটাইয়। আওয়াজ গুলা পাথরের চাপের ভিতর হইতে স্বাধীনতা লাভ করিতেছে। গভীর খাদের গতিভঙ্গীর সঙ্গে-সঙ্গে গাছ-গাছড়ার অন্তরালে যাইয়া ধ্বনিসমূহ নিঃশেষ হইতেছে। ভাবিতেছি, ঝর্ণার আওয়াজকে ভারতীয় সঙ্গীতে রূপ দেওয়া সম্ভব পর হইবে কি ? অন্ততঃ পক্ষে এই ধরণের ধ্বনিকে “সঙ্গতে” বসাইয়া ভারতীয় ওস্তাদজীর যন্ত্র বাজাইতে অভ্যাস করুন না কেন ? তাহ হইলে পাশ্চাত্য সঙ্গীতে "হাৰ্ম্মণি’ নামক যে ধ্বনিবস্তু মূৰ্ত্তি গ্রহণ করিয়াছে ভারতীয় নরনারী সহজেই তাহার মৰ্ম্ম কথঞ্চিৎ উপলব্ধি করিতে পারিবে । আমাদের দেশে মামুলি লোকজনও অনেকেই মেঘ বৃষ্টির বা ঝড়ের সময় গান গাহিয়৷ আনন্দ উপভোগ