পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●bやり মুগানাতলের চার ইয়ার বোৎসেনের গিরি-দুর্গ অতি “রোমান্টিক”। প্রধান গির্জায় জাৰ্ম্মান প্রাণ ই পাকড়াও করিতেছি। ( ১৩ ) আইজাকের জল আসিয়া বোৎসেনে আদিজের সঙ্গে মিশিয়াছে। আনিজের কিনারায় এতক্ষণ সোজা উত্তরে উজাইয়া আসিতেছিলাম। উত্তর-পশ্চিমের মেরাণে। হইতে আসিয়া আদিজে বোংসেনে দক্ষিণমুখী হইয়াছে। স্বাস্থ্য ও সৌন্দর্ঘ্যের তরফ হইতে মেরাণে বোংসেন জনপদ জগদবিখ্যাত। এইবার আইজাক তালে পা ফেলিলাম। এই দরিয়া আদিজের মতন শাস্ত শিষ্ট নয়। উপত্যক যার-পর-নাই সঙ্কীর্ণ। লাফালাফি আর ফোস-ফোস ছাড়া আইজাকের আর কোনো ভাষা নাই। আবার নোন-তালের বিপ্লবগরিমাই উপভোগ করিতেছি । আঙুরের রাজ্য আর নাই। চাষ আবাদও নেহাৎ কম । জমিন অতি অপ্রশস্ত। ওটুস শস্যের ক্ষেত দেখ। যাইতেছে । টিরোলের প্রাকৃতিক দৃশু, টিরোলের পল্লীজীবন, টিরোলের পাহাড়-সম্পদই এখানকার আবেষ্টনে পুনরায় পাইতেছি। পাহাড়ের কোলে বৃক্সেন শহর বোৎসেনের চেয়েও সুন্দর দেখাইতেছে। আজকাল ইতালিয়ান নাম ব্রেসানেনে। সবুজ আওতায় লাল-টালিওয়ালা ছাদের ঘর-বাড়ী অতি মনোরম । সরকারী হাসপাতালের অন্যতম জাৰ্ম্মান ডাক্তার অনেক দিনকার পরিচিত বন্ধু। বুঝ গেল, ইতালিয়ান সর্দারদের প্রভুত্ব রোজই বাড়িয়া চলিয়াছে । [ ২৬শ ভাগ, ১ম খণ্ড পুষ্টারতলের পথে (ফ্রানৎসেনসূফেষ্টে) এইসকল অঞ্চলে টিরোলী আল্পসের ধরণ-ধারণ সবই পুরা মাত্রায় বিরাজমান । কি বোৎসেন, কি বৃক্সেন, কি অন্যান্য পল্লী, কোথায়ও ইতালির ছায়ামাত্র নাই। এই মুল্লককে ইতালির অংশে পরিণত করিতে হইলে অনেক কাঠ-খড় খরচ করিতে হইবে। পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের ঘাড়ে পাহাড়, পাহাড়ী গলি, পাহাড়ী উপত্যকা, এই সবই এই অঞ্চলের একমাত্র দৃশ্য। আবার পাইন-বনের স্বভ্রাণ বিনা ক্লেশেই পাইতেছি। বিপুল তরুবর পর্বতের গায়ে গায়ে সারি দিয়া অসীম রাজ্য বিস্তার করিয়া আছে । এই আবেষ্টনেই পাৰ্ব্বত্য পথের দুই ধার বাধিবার জন্য বিপুল কেল্লা তৈয়ারি করা হইয়াছিল। ফ্রানংসেনস্ফেষ্টে