পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] কিন্তু গৃহস্থের ঘরে বাহিরে জাৰ্ম্মান বলিতে এখনো অধিকারী ! দোকানপাটের নামে জাৰ্ম্মান ভাষা আজও চলিতেছে । ত্রেস্তো ইত্যাদি শহরে ইহা অসম্ভব। এমন কি একটি খবরের কাগজও বোৎসেনে জাৰ্ম্মান ভাষায় পরিচালিত হয়। কাগজটা পড়িয়া দেখিলাম তাহাতে জানা যায় মাত্র যে, আজ অমুক লোকের পেটের অস্কপ হইয়াছে অথবা কাল অমুক পাহাড়ে বৃষ্টি পড়’পড়’ হইয়াছিল, ইত্যাদি। সুগানাতালে, নোন-তালে, আদিজে-তালে,— হেবরোন হইতে এপর্য্যন্ত যে-সকল ঘর-বাড়ী দেখিয়াছি সে-সব ইতালিয়ান্‌ ধাচে গড় । রেণেসাসের ছায়া সৰ্ব্বত্রই বিরাজ করিতেছে। কিন্তু বোৎসেনে পৌছিতে পৌছিতে নম্ন গড়নের ইমারত দেখিতেছি—“গথিকে”র প্রভাবসমন্বিত ছুচোল ত্রিকোণ ছাদবিশিষ্ট ঘর-বাড়ী জাৰ্ম্মান “কুল্ট রে’র সাক্ষ্য দিতেছে। বোৎসেনে চারণ-কবি হবান্টারের স্মৃতিস্তম্ভ বিরাজ করিতেছে। হান্টার ছিলেন মধ্য যুগের “মিনেসিঙ্গার” । জৰ্ম্মান-সাহিত্যের শেয গাথা-কবি হিসাবে হবাণ্টারের ইজৎ খুব বেশী। বোৎসেন শহর সেই জাৰ্ম্মান সভ্যতার এক বড় খুট। ত্রেন্তোর দান্তে-মস্তমেণ্ট ইতালির পক্ষে য', বোৎসেনে হাণ্টার-ডেস্কমালও জাৰ্ম্মান জাতির পক্ষে তাই । তালিয়ানের বোৎসেনের নাম বদলাইয়া দিয়াছে । নয়। নাম বোলৎসানে। এই অঞ্চলের প্রত্যেক পল্লী এবং শহরই এখন দুই নামে পরিচিত। প্রথম নাম ইতালিয়াম্। দ্বিতীয় নাম জাৰ্ম্মান । কেতবে, রেলওয়ে ষ্টেশনে জাৰ্ম্মান নামটা বন্ধনীর ভিতর দেখিতে পাই । ইহারই নাম "নিজ বাসভূমে পরবাসী হ’লে’ । বোৎসেন ত্রেস্তোর মতনই অগ্নিকুণ্ড। এইখানে এক বন্ধ জুটিয়াছেন দোত্তোরে কোলমানে । সেকালে ইনি ছিলেন ইতালিয়ান “ইরেদেস্তিষ্ট’দের অন্যতম চাই। লড়াইয়ের সময়ে ইনি ইতালির পক্ষ হইতে প্যারিসে যাইয়৷ অষ্টিয়ার বিরুদ্ধে প্রপাগাণ্ড চালাইয়াছেন। এখন কোলমানো বোংসেনে ইতালিয়ান শিখাইবার কাজে ত্ৰেন্তিনোয় পাহাড় দেখ! ☾b°☾ বাহাল আছেন। ক্রেস্তোর বাতিস্তি ছিলেন কোলমানোর এক দোস্ত. ডোলোমিট পাহাড় ( ব্রেরীর অঞ্চলে ) বোংসেনে বা বোল্ৎসানের পূর্বদিকে তাকাইলে এক অপূৰ্ব্ব পাহাড়-শ্রেণী চোখে পড়ে । ব্রেস্ত শ্রেণীর মতনই সে-সব পাথরের উন্মদিন । বিশেষ কথ। এই ধে, শুঙ্গ গুল ললে লাল । এই গোলাপী গিরির নাম তাই “রোজেন গার্টেন’ । এঞ্জিনিয়ারিং-ঘটিত একটা তথ্য বোৎসেনের বড় কথা। তারে-ঝোল গাড়ীতে হাওয়ার উপর দিয়া পাহাড় পার হইতে হয় । এখানকার এক নাক-কান-গলার ডাক্তার বলিলেন,— “সেপ্টেম্বর অক্টোবরে বোৎসেন অতি রমণীয়। তখন একবার আসা চাই ।” ডাক্তারবাবু জাতে জাৰ্ম্মান ।