পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] আরও অনেক খবর পাইলাম । তিনিও এই মহীয়সী কুইডিস মহিলাকে একটি চিঠি লিথিয় দিলেন । ফলে তাঙ্গার নিকট হইতে একটি সুমিষ্ট নিমন্ত্রণ-পত্র স্বইডেনবাসকলে আমাকে তাহার আতিথ্য গ্রহণ করিতে বলিয়াছেন । আমি পাইলাম ; এলেন কেই উৎসাহে মাতিয়া আমি শীত্কাল এ তুষারাবৃত উত্তর সাগরকে একেবারে অগ্রাহ করিয়াই চলিলাম । “লিমরিটজ” নামক নরওয়েজিয়ান জাহাজে অ্যান্টওয়াপ হইতে রওনা হইয়া দুই দিন ও তিন রাত্রি একটানা সমুদ্রপথে ভাসিয়া আমি ক্রিশ্চিয়ানিয়ায় উপস্থিত হই লাম । সমুদ্র-পথের দৃশু অপূৰ্ব্ব ; কোথাও গভীর তরল জল, কোথাও কঠিন জমাট তুষারস্তুপ, মাঝে মাঝে বরফের চাপ ভাসিয়া চলিয়াছে, বরফ কাটিয়া জাহাজ চলিতেছে । ম!চ মাসের বেশীর ভাগই আমাকে ইবসেনের দেশ, অতুপম নিৰ্ম্মল ও গম্ভীর সৌন্দর্য্যমঘ নরওয়েতে বক্তত। দিয় ফিরিতে হইল, কিন্তু তাড়াতাড়ি এই অপূৰ্ব্ব শোভার খনি নর ওয়ে ছাড়িয়া পলাইতে হইবে, পাছে এদেশের সৌন্দর্য্য-বর্ণনার তীর্থদর্শন পূৰ্ববট চাপা পড়িয়া যায় । নেশায় সুইডেনের মার্চ মাসের শেষে আমি নরওয়ে এবং সুইডেনের মধ্যবৰ্ত্তী সীমান্থপ্রদেশ পার হইতেছিলাম, পূৰ্ব্বে এই দুইটি দশ যুক্ত ছিল । ১৯০৫ খৃষ্টাব্দ হইতে ঠহার। দুইটি বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হইয়াছে । ঘন সবুজ পাইন গাছে 5ক! পাহাড়ের গ! দিয়া ট্রেণ ধীরে ধীরে অগ্রসর হইতে ছিল। একজন সুইডি মহিল| আমাকে দয়া করিয়া দুনিরীক্ষ্য সীমারেখাটি চিমাইয়া দিলেন । তিনি বলিলেন, “গিরিপুষ্ঠের গায়ে ঐ রেখাটি দেখিতে পাইতেছেন ? ঐ যে একসারি ঘন পাইন গাছ যেখানে— ঐ রেখাটি আমরা পরস্পরের সম্মতিক্রমে সীমান্ত রেখা বলিয়। মানিয়া লইয়াছি।” অস্পষ্ট মহিল-মজলিস—এলেন কেই এলেন কেইএর গৃহ আমি বলিলাম, "কিন্তু সীমান্তরেখা ত কখনও. পরস্পরের সম্মতিক্রমে মানিয়া লণ্ডয়া হয় না । সে ত জোর করিয়া দপল করা ও ধরিয়া রাখাই হয় ।” “ঠ}, কিন্তু এক্ষেত্রে সীমান্ত প্রদেশ স্থির করাটা অহিংস যুদ্ধের সাহায্যেই হইয়াছিল—এই অসাধারণ কীৰ্ত্তির জন্য আমরা স্বণ্ডিনেভিয়ার মেয়ের গৰ্ব্ব করিতে পারি । এলেন কেই এবং তাহার মত অন্যান্য মহিয়সী মহিলাকৰ্ম্মীরা যুদ্ধ নিবারণ করিবার জন্য বীরের মত সংগ্রাম করিয়াছিলেন এবং শান্তিপূর্ণ উপায়ে একটা মীমাংসা ঘটাইয়াছিলেন ।” আমি এই অপূৰ্ব্ব ঘটনাব কথা পড়িয়ছি । তামাদের পুরুষ-রচিত রাজনীতিকে পবিত্র তর করিবার জন্য সমাজের স্ত্রীশক্তিকে মুক্তি দেওয়ার উপকারিত। যে কতখানি এই ঘটনা। সৰ্ব্বোপরি তাহাই প্রমাণ করিতেছে । মিঃ জন জ্যানসন “নিউ লীডার” পরে এলেন কেইর মৃত্যু-সংবাদ দিবর সময় এই ঘটনার উল্লেখ করিনা যে তাঙ্গকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করিয়াছেন ষ্টতা বাস্তবিকই আনন্দের বিষয়;— “দুইটি প্রদেশের ভি নর শাস্থিরক্ষা করিয়া চলিবার জন্তু এলেন কেই সংগ্রামে কাপ দিয়া পড়িলেন, এবং যখন সমগ্ৰ সোসিয়ালিষ্ট দল এবং ব্রাটিং ও অন্যান্য সকলের উপর কারাদণ্ড আসন্নপ্রায়, তখন এই দুই স্কাণ্ডিনেভিয় দেশের ভিতর যুদ্ধ নিবারণ সৰ্ব্বোপরি এলেন কেইর চেষ্টাতেই ঘটিয়াছিল । ”