পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬শ ভাগ కాtEF, S<><<ు { ৫ম সংখ্যা י פeא זבל বৈকালী • শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর ( S ) -- তোমার মনে কুয়াশা আছে, অনেক কথা যাও যে ব’লে আপনি ঢাকা আপন কাছে, কোনো কথা না বলি । নিজের অগোচরেই পাছে তোমার ভাষা বোঝার আশা আমারে যাও ছলি’, দিয়েছি জলাঞ্জলি । তোমারে তাই এড়াতে চাই যে আছে মম গভীর প্রাণে ফিরিয়া ধাই চলি’ ৷ ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে ( २ ) তুমি যে কুতূহলী। লিখন তোমার ধূলায় হয়েছে ধূলি, তোমারে তাই এড়াতে চাই - -- 3. হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি । ফিরিয়া যাই চলি । s চৈত্ররজনী আজ ব’সে আছি একা, আমার চোথে যে-চাওয়াথানি মনে হয় কেন, পুন বুঝি দিল দেখা, ধোওয়া সে আঁখি-লোরে। বনে বনে তব লেখনী-লীলার রেখা ; তোমারে আমি দেখিতে পাই নব কিশলয়ে কোন ভুলে এল ভুলি তুমি নাপাও মোরে। তোমার আখরগুলি ।