পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীরভূমের মেশম-শিপ শ্ৰী গৌরীহর মিত্র BB gBB BBB BBBBB BBBSBBB BBBB BBBB BBB BBS BB B BBBBB BBBB BBBB BBB করিয়াছ। এখন অমর বীরভূমের রেশম শিল্পের কথা বলিব । তসর-শিল্পের ন্যায় রেশম-শিল্প বীরভূমের প্রধান শিল্প। বীরভূমের এই শিল্প কতদিনের তাহা নির্ণয় করা স্ব কঠিন, তবে এই শিল্প সে বহুদিনের তাহা নিঃসন্দেহে বলা যায় । চান ও ভারতবর্ধ রেশমের আদি উদ্ভব-স্থল বা ভূমি । আiমাদের রামায়ণ, মহা ভারত, মহুসংহিতা প্রভৃতি প্রাচীন গ্রন্থে রেশমী-( কোষেয় ) বস্ত্রের উল্লেখ দেখিতে নানাজাতীয় রেশম-প্রজাপতি ও ডিম, কীট, গুটি প্রভৃতি দেশ এই শিল্পে সমধিক উন্নতি লাভ করিয়াছে। আরবদেশের লোক এই শিল্প ভারতবর্ষ হইতে শিক্ষা করিয়ু . স্পেন দেশে,লইয়। ধায় । সেখান হইতে ইতালি, তারপর ইউরোপের নানা স্থানে এই শিল্প বিস্তৃত হইয় পড়ে । পুং ও স্ত্রী প্রজাপতি এবং ডিম, কীট, গুটি প্রভৃতি বাঙ্গালার নানা জেলায় এই শিল্প বেশ উন্নতি লাভ করিয়াছে। তন্মধ্যে বীরভূম, বাকুড়া, মুর্শিদাবাদ, মালদহ, রাজসাহী, বগুড় প্রভৃতি জেলার রেশমই প্রসিদ্ধ। রেশম-শিল্প এবং অন্যান্য ব্যবসা উপলক্ষে বীরভূমে ইংরেজদিগের সর্বপ্রথম আগমন স্বচনা হয়। তাহার পূৰ্ব্বে এদেশে ইংরেজের নাম-গন্ধ ছিল না। তৎকালে বোলপুরের সন্নিকট স্বরুল গ্রামে দৈনিক হাজারথানা দেশী হাতের তাত চলিত । তাহাতে কেবল সাদ স্বভার বস্ত্র বয়ন হইত। সৰ্ব্বপ্রথম জন চীপ সাহেব স্বরুলে উক্ত ব্যবসা উপলক্ষে বীরভূমে আগমন করেন। তারপর একে একে দুই-একজন ইংরেজ আসিয়া আমাদের শিল্পগুলির উপর হস্তক্ষেপ করেন । ক্রমে গণুটীয়ার বিরাট, রেশমী কুঠী নিৰ্ম্মাণ হয়। সে-সময় ভালরূপ যানাদির