পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b") 号 প্রবাসী—ভাদে, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড উৎসব-দিনে তারাই যেন দেশে রাজত্ব ૨૪. " দেশের প্রত্যেক লোক তখন তাদের আনন্দে | রসদ জোগাতে বাধ্য । এই শিশু উৎসবগুন মধ্যে তিনটি বিশেষভাবে উল্লেখ-যোগ্য ; মোমে । নৌ-সেকু, টাঙ্গে-নো-সেকু আর তানাবাত। ' পাহাড়চূড়ায় শীতে জমাট বরফ যখন গ'লে গ’লে নদীপথে সমুদ্রে নেমে যায়, পাহাড়গুণে । যখন বরফের জামা ছেড়ে কালে গা-টিকে বেশ ক’রে খুলে রোদ পোয়াতে থাকে, ফুজিয়াম শুধু সাদা টোপরটি প’রে আকাশের গায়ে জলজন্তু করতে থাকেন, পূবে হাওয়া মরা গাছপালা অব শুকূলে মাঠের বুকে নতুন প্রাণের সাড়া জাগিয়ে দেয়, তখন জাপানী মেয়েদের আনন্দ দেখে কে । তার মোমো-নে-সেন্ধু অর্থাৎ বসন্তের অভিনন্দন করবে। এজন্তে মহা হৈ-চৈ পড়ে যায়, তার। রঙ বেরঙে কাপড় ছুপিয়ে রেখে পৰ্ব্বদিনটির জন্তে } প্রস্তুত হয়। মোমো-নো সেকু বিশেষ ক’রে মেয়েদের পর্বদিন ; ছেলেরা এতে যোগ দিনে । পায় না। মোমো-নো-সেন্ধু নামটা দেয়। হয়েছে, মোমো-নো-হানা অর্থাৎ পীচফুলের কুড়ি । থেকে ; পাঁচ-গাছের সারা গ৷ কুঁড়িতে আর ফুলে ভ’রে যায়। জাপানী বছরের তৃতীয় মাসের তৃতীয় দিনে মোমো-নে-সেন্ধু উৎসব ; ফুলের মতে সুন্দর মেয়ের দেশের আর ঘরের কৰ্ত্ত হ’য়ে অতিথি সৎকার করে ; তাদের বাপ মা ভাই সেদিন তাদের অতিথি । সেদিন প্রত্যেক বাড়ীর বৈঠকখানায় মেয়েরা নিজেদের অনেক বছরের লিখিত পুতুল আর খেলনাগুলি সাজিয়ে রাখে ; বছরের সেই একটি দিনে তাদের সবাইকে বের করা হয়। তাদের পদ-মৰ্য্যাদা অনুসারে তাদি । সাজিয়ে রাখা হয়--রাজা উজীর থেকে চাষ!-- ভূযো-পর্য্যন্ত । পুতুলগুলিকে সাজিয়ে এক-একটা পুরাণ, কাহিনীর বর্ণনা করা হয়—সব মেয়েদেরই ‘মোমো-নে-সেন্ধু' দিনে অতিথি-সৎকার-পরায়ণ শিশু-গৃহিণী একটা-ন-একটা পুরাণ-কথা মুখস্থ থাকে। ।