পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԵՀԵ প্রবাসী—ভাদে, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড প্লিজ। আব্বাসীর চিত্র ; উtহার শিষ্য মুইন মুসাবির কর্তৃক অঙ্কিত ( পারসিক চিত্র ) গিয়েছে। যে-সব জায়গার পুরোণে ছবি একেবারে নিঃশেষ হ’য়ে গিয়েছে ব’লে মনে করা গিয়েছিল সে-সব জায়গা থেকেই অধিক সংখ্যায় ও অধিক দুপ্রাপ্য ছবি সংগ্রহ করবার বাহাদুরী একে দিতে হয়। একজন নাম-করা বিশেষজ্ঞ একে বলেছিলেন যে, বছর বারে৷ আগে কোনো পাহাড়ী অঞ্চলের ছবি সংগ্রহ করবার সময়ে উার ধারণা হয়েছিল যে, সেখানে যা-কিছু পাওয়ার সম্ভাবনা ছিল সবই তিনি সংগ্ৰহ ক’রেছিলেন–কিন্তু কয়েক বৎসর পরে সেই জায়গা থেকেই শ্ৰীযুত ঘোষ অতি চমৎকার সব ছবি নিয়ে এসেছিলেন । এইরূপে তিনি যে-সব আবিষ্কার করেছেন তার মধ্যে খুব মূল্যবান হচ্ছে কাংড়া প্রাচীন ধরণের ভিত্তিচিত্রাবলী—এজিনিস এপর্য্যস্ত কেউ পায়নি ও কোথাও এসম্বন্ধে किहूँ, লিখিত হয়নি । এই চিত্র-সংগ্রহের কাজে শ্ৰীযুত অজিত ঘোষ মহাশয় র্তার দাদা শ্ৰীযুত অমু ঘোষ, এফ সি-এস, এফ-জি-এস, ও এম্-আই-এম-ই, মহাশয়ের সাগ্রহ সাহায্য লাভ করেছেন। ইনি ভূতত্ত্ববিদ হ’য়েও অনেক দিন থেকেই প্রাচীন ভারতীয় শিল্প সংগ্রহে রত আছেন এবং ইনি বিশেষ ক’রে প্রাচীন কাংড়া ও তিব্বতীয় শিল্পে একজন বিশেষজ্ঞ ব’লে গণ্য । শ্ৰীযুত অজিত ঘোষের সংগ্রহটি এত বড় আয়তনের যে, কেবল একটি প্রবন্ধের স্বল্প পরিসরের মধ্যে এর সম্যক্‌ আলোচনা চলতে পারে না, তাতে অনেক কথাই বাদ প’ড়ে যাবে--সুতরাং সে-দিকে চেষ্টা না ক’রে খুব সাধারণ রকমে ও বেশী বর্ণনার দিকে না ধেয়ে একটি ছোটথাটে। বিবরণ দিলেই এর সম্বন্ধে মোটামুটি ধারণ হ’তে পারবে । জৈনদিগের চিত্রকলার যে-সব নিদর্শন এই সংগ্রহে আছে তার মধ্যে কয়েকটির কথ। এখানে লেখা গেল । স্বপ্রসিদ্ধ “কল্পসূত্র” ও “কানকাচাই কথানকম্‌” ও অন্যান্য গ্রন্থের প্রাচীন হস্তলিখিত পুথি ও অতি চমৎকার পুথির পাট এই সংগ্রহের মূল্য বাড়িয়েছে। তারিখযুক্ত য়ে “কল্পস্বত্র” পুথি এখানে আছে তা খৃষ্টীয় ১৫শ শতকেW আর এটি কাগজে-লেখ সচিত্র পুথির সর্বাপেক্ষ প্রাচীন নিদর্শনগুলির মধ্যে একটি। এই দুষ্প্রাপ্য পুথির একটি চিত্র এই প্রবন্ধের সঙ্গে দেখান গেল । মুঘল শিল্পের কতকগুলি চিত্ৰ—বিশেষ ক’রে ঐতিহাসিক ব্যক্তিদিগের চিত্র—১৯২৩ সালের কলিকাতা প্রদর্শনীর ঐতিহাসিক বিভাগে দেখান হ’য়েছিল। এগুলিতে অনেকের খুব আগ্রহ দেখা গিয়েছিল। “ভারতীয় ঐতিহাসিক লেখ সংস্থানের" ( Indian Historical Records Commission) atofo. অধিবেশনে উপস্থিত ব্যক্তিরা, এই সংগ্ৰহ হ’তে ফেসব ছবি বিশেষ অনুরোধে প্রদর্শিত হ’য়েছিল, সেগুলি দেখে আনন্দলাভের সুযোগ পেয়েছিলেন। সাধারণ রকমের যে-সব ছবি প্রদর্শনী গুলিতে দেখান হয়