পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] বঙ্গের বাহিরে নব্য-বঙ্গীয় কলাশিল্পী স্ত্র অসিতকুমার হালদার করতে পেরেচি এতেই আমি পরম তৃপ্তি লাভ করেচি। কবি রবীন্দ্রনাথ হামার ২৩ খানি ছবির উপর গান রচনা করেছিলেন।” বিশ বৎসর পূৰ্ব্বে তিনি কলিকাতা “গবমেণ্ট, স্কুল অব আর্ট”এ প্রবেশ করিয়া ৬ বৎসর পরে তথাকার শিক্ষা সমাপ্ত করেন । ১৯১২ অব্দে তিনি শেষ পরীক্ষায় সম্মানের সহিত উত্তীর্ণ হইয়া সরকারী বৃত্তি পান। ইতিমধ্যে { ১৯১৮-৯ ) মি: এল জেনিংসএর নিকট ভাস্কর-শিল্প শিক্ষা করেন এবং তাহাতে বিশেষত্ব লাভ করিয়া দুই বংসরের জন্য "ইণ্ডিয়ান সোসাইটি অব ওরিএন্ট্যালু আৰ্ট" (“Indian Society of Oriental Art”) of to হইতে ছাত্রবৃত্তি প্রাপ্ত হন। ঐ বৎসর তিনি যুক্ত প্রদেশের প্রদর্শনীতে রৌপ্য পদক, ও তাম্র-পটে অলঙ্করণের জন্য 3:4food fat-fa-o. (Certificate of Merit) পান। পরে তিনি উক্ত পরিষদ কর্তৃক লেডী হেরিংইমের সহিত অজস্তাগুহার প্রাচীন গাত্রাঙ্কিত চিত্রের (fresco painting) zifsfsfs szel şfrif fuqtfặrs হন এবং ১৯১৪ সালে ভারত গবমেণ্টের আর্কিওলজিক্যাল সার্ভে বিভাগ কর্তৃক নিয়োজিত হইয়। মধ্য প্রদেশের সরগুজা রাজ্যে রামগড় শৈল-গাত্রাঙ্কিত চিত্রাবলীর প্রতিলিপি গ্রহণ করেন। ১৯১৭ হইতে ১৯২১ সালের মধ্যে তিনি গোয়ালিয়র দরবার হইতে দুইবার মধ্যভারতের প্রাচীন বাগ গুহা চিত্রাবলীর "তিলিপি করিবার ভার প্রাপ্ত হন। লণ্ডন, প্যারিস, জাপান, আমেরিকা এবং ভারতের বিভিন্ন প্রদেশের প্রদর্শনীতে, তাহার, অনেক মৌলিক চিত্র প্রদর্শিত হইলে তাহার শিল্পচাতুৰ্য্যের প্রশংসা হয়। ঐসকল চিত্রের মধ্যে একখানি কলিকাত মিউজিয়ম্, দুইখানি লাহোর মিউজিয়ম এবং অজস্তার প্রাচীর-গাত্রাঙ্কিত চিত্রাবলীর প্রতিলিপি লণ্ডন সাউথ কেনৃসিংটনের ভিক্টোরিয়া এলবাট মিউজিয়মে পক্ষিত হইয়াছে। লণ্ডন ও প্যারিস প্রদর্শনীতে প্রদত্ত চিত্রগুলি এবং শিল্পীর কলাদক্ষতার আলোচন-প্রসঙ্গে বিশেষজ্ঞ হাভেল সাহেব কোপেনহেগেন হইতে ১৯১৬ সালে লিখিয়াছিলেন— “At the recent exhibitions of the New Calcutta School Paintings in Paris and London. Mr. Haldar's هامbr work attracted much attentien from the best French and English art critics.” ১৯১৩ অব্দে অসিত-বাবু শাস্তিনিকেতন ব্রহ্মচৰ্য্য বিদ্যালয়ের শিল্প-শিক্ষক হন । র্তাহার ছাত্রদের মধ্যে সিংহলের কলম্বো মহীন্দ্র কলেজের রূপকলাধ্যাপক শ্ৰীযুক্ত মনিভূষণ গুপ্ত, ত্রিপুরারাজ্যের শ্ৰীযুক্ত ধীরেন্দ্রকৃষ্ণ বৰ্ম্ম৷ এবং শ্ৰীযুক্ত অন্নদাকুমার মজুমদার প্রমুখ কয়েকজন স্বনাম অর্জন করিয়াছেন । ১৯১৫ অব্দ পৰ্য্যন্ত এখানে শিক্ষকতার পর ১৯১৭-১৮ অন্ধের মধ্যে আসিত-বাবু কবিবর রবীন্দ্রনাথ লক্লেী শিল্প-বিদ্যালয়ের চার-শিল্পীগীর šī£4 IztałcąH SHER “The Bichitra Studio for Artists of the New Bengal School” ato Co কারুসঙ্ঘ প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহাতে যোগ দেন । এখানে চিত্রকলার চর্চা ব্যতীত গীত অভিনয় বক্তৃতা প্রভৃতি ও হইত, এবং এখানে একটি পাঠগোষ্ঠীও স্থাপিত হইয়াছিল। বিচিত্রার মজলিস উচ্চ অঙ্গের অনুশীলন কেন্দ্র হইয়া উঠিয়াছিল। বাবু নন্দলাল ও মুকুলচন্দ্র দের সহিত অসিত-বাৰু উক্ত প্রতিষ্ঠানের ভিত্তিস্থাপকত্রয়ের অন্যতম ছিলেন । ১৯১৮ অব্দে অসিতবfল “গবমেণ্টস্কুল অব আর্ট”এ ইণ্ডিয়ান পেন্টিং ক্লাসে বিশেষ শিক্ষকরূপে কাজ করিতে থাকেন । কিন্তু তথাকার তৎকালীন প্রিন্সিপাল তাহাকে হেডমাষ্টারের পদ না দেওয়ায় তিনি চাকরি ছাড়িয়া দেন । ইতিমধ্যে বরোদ রাজ্য হইতে আমন্ত্রিত হইয়া অসিত-বাবু তথায় যাইতে প্রস্তুত হইতে ছিলেন, এমন সময় বিশ্বভারতীর কলাভবন এক বৎসর*