পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brbrbア প্রবাসী—আশ্বিন, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড পরিচালনার পর বাবু নন্দলাল বস্ব কলিকাতার "Oriental Art Society"র কাৰ্য্যে চলিয়া গেলে রবিবাবুর আহবানে ১৯২০ অবে অসিত-বাবু বিশ্বভারতীতে যোগ দেন এবং তিন বৎসর শান্তি-নিকেতন কলাভবনের অধ্যক্ষের কার্য্য করেন। কলাভবনে ছোট ছোট ( miniature ) চিত্রই অঙ্কিত হইত। অসিত-বাবু বৃহৎ চিত্রাঙ্কন পদ্ধতির প্রবর্তন করিয়া তাহার পথপ্রদর্শক হন । এখান হইতে র্তাহার বন্ধু পীয়াসন ( Mr. W. W. Pearson ) সাহেবের সহিত অল্প দিনের জন্য বিলাত যাত্রা করিয়া তথাকার আর্ট গ্যালারী, মিউজিয়ম প্রভৃতি দর্শন করিয়া আসেন, কিন্তু ফিরিয়া বিশ্ব-ভারতীতে স্থান পান নাই, কারণ তাহার স্থলে অন্য অধ্যক্ষ নিযুক্ত হইয়াছিলেন । এই সময় জয়পুর আর্ট, স্কুলের গ্রিন্সিপ্যালের পদে লোকের প্রয়োজন হইলে তাহার পূজনীয় গুরু অবনীন্দ্রনাথ ১৯২৩ সালের অক্টোবরে তঁহাকে তথায় প্রেরণ করেন । মাটির খেলনা-গড়ার ক্লাস জয়পুরের শিল্প বিদ্যালয় বহুদিন হইতে ভারতে প্রসিদ্ধ । ইহা ১৮৬৬ অব্দে মহারাজা বাহাদুর সওয়াই রামসিং কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ডাক্তার সি, এস, ভ্যালেণ্টাইন, তাহার প্রথম প্রিন্সিপ্যাল হন। শিক্ষকবর্গ তখন মাম্রাজ স্কুল অব অ’ৰ্ট হইতে আনীত হইতেন। ডাক্তার ভ্যালেশুধু উপেন্দ্রনাথ সেন ইহার অধ্যক্ষ হন। ক্ষ হইয়া আসিলে তিনি দেখেন যে এই পক্ষে অর্থকরী শ্রমশিল্পবিদ্যালয় ( school of Industrial Arts) $frt; Two to 2-rototo দে উপাধ্যক্ষ, বাবু বিনোদবিহারী রায় শো রুম ক্লার্ক এবং মাত্র তেরজন ছাত্র ছিলেন। বিদ্যালয়ের আটটি গুদামঘর শিল্পদ্রব্যাদিতে পূর্ণ। তাহার কোন হিসাবপত্র নাই। তৎসমুদয় ভ্রমণকারী (tourist )-দিগের নিকট বিক্রয় করিবার পণ্যশালায় পরিণত হইয়া আছে। অসিত-বাবু বহু চেষ্টায় এই প্রথা উঠাইয়া দিয়া, শিক্ষকদের বেতন বৃদ্ধি করাইয়া এবং ছাত্রদের বৃত্তি প্রভৃতি দিবার ব্যবস্থা করিয়া স্কুলটিকে ঠিক পথে আনিতে সমর্থ হন। পূর্বে এখানে একটি মাত্র ড্রইং ক্লাস ছিল। তাহাতে কেবল কপি কর শেখান হইত মাত্র । অসিত zra zest, cabra gifg ( nature study) “r ডিজাইন ( design ) শিখাইবার দুটি নূতন শ্রেণী যোগ করেন । এই দুই বিভাগ যে কত প্রয়োজনীয় এবং কলাভবনের আদর্শ ( Standard ) ও গৌরববৰ্দ্ধক তাই। বল বাহুল্য। শ্রম-শিল্পবিভাগে যে ১৫টি বিষয় শিক্ষ। cosal zoo Rocks metal casting, carpentry, wood carving, damaskeen work, lacquer work এই পাঁচটি শ্রেণী অসিত-বাবুর নূতন প্রতিষ্ঠা । বিষয়গুলি পূর্বে শিখনই হইত না, তাহার কৃতিত্ব খ্যাতি কলাভবনে বন্থছাত্র আকর্ষণ করিয়াছিল এবং এক বৎসর চারি মাসের মধ্যে এখানকার ছাত্রসংখ্যা ১৩ হইতে ১৬০ হইয়াছিল। অনেক কাগজ পত্রে এই নূতন অধ্যক্ষের কাৰ্য্যকুশলতা বহুল প্রশংসিত হইয়াছিল। জয়পুর রাজ্যের তৎকালীন মন্ত্রী সভার প্রেসিডেন্ট, এবং মধ্যভারতের বৰ্ত্তমান এজেণ্ট মাননীয় গ্লাঙ্গী সাহেব ( R. I. R. Glancey, I.C.S. the Hon’ble Agent to the Govr. Gerl. Central India) fifthtfoota— “Jaipur art school onco famous for its work throughout India, had fallen in evil days. Attention was almost exclusively towards the production of cheap trifles for tourists. Mr. A. K. Haldar was accordingly brought from the Tagore art school and entrusted with the work of restoring the standard of taste and the canons of work in Jaipur. Mr. Haldar is an artist and an enthusiast and I have therefore great hopes that he will make the dry bones live.”