পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] দ্বিতীয় এবং সমস্ত পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করিয়াছে। সেখানে প্রতিদিন গড়ে একটি করিয়া খুন হয় । সুতরাং শিকাগো এক হিসাবে শুধু আমেরিকার নয়, খ্ৰীষ্টিয়ান জগতের পাপের রাজধানী । নানা প্রকারের অপরাধের সংখ্যা ও বৈচিত্র্যে আমেরিকাই পৃথিবীর অগ্রণী । অপরাধের একটি প্রবল বন্ত গত ২৫ বৎসর ধরিয়া আমেরিকার উপর দিয়া বহিয়। যাইতেছে। আমেরিকার প্রডেন্সিয়াল ইনসিওরেন্স কোম্পানীর বিশেষজ্ঞ ডাক্তার ফ্রেডারিক হফ ম্যান হিসাব করিয়া বলিয়াছেন যে, গত ২৪ বৎসরে o so o st আমেরিকাতে খুনের সংখ্যা ?്ധ്ര - পূৰ্ব্বাপেক্ষা দ্বিগুণ হইয়াছে। •- ۹xده بیيی» پعبي يتية كم. جيلا ينتج % % z ീബ s {్వక్ష বিগত ইউরোপীয় যুদ্ধে প্রায় ৪ হাজার আমেরিকান প্রাণ দিয়াছে। কিন্তু যুদ্ধের পর প্রত্যেক বৎসর আমেরিকায় উহ। অপেক্ষা অধিক সংখ্যক লোক খুন হইতেছে। আমেরিকায় প্রায় প্রতিবৎসর ১১ হাজার খুন হয় । যুক্তরাষ্ট্রে গত কয়েক বৎসরে গড়ে প্রতি হাজারে ৮০ হইতে ১০ • জন খুন হইয়াছে । কিন্তু জাপান, আয়ল্যাণ্ডহল্যাণ্ড, গ্রেট ব্রিটেন, সুইট সারল্যাণ্ড, নরওয়ে প্রভৃতি দেশে ঐ গড় হাজার-করা মাত্র ৩ হইতে ৯। ডাক্তার হফ ম্যানের মতে “আমাদের (আমেরিকানদের ) জাতীয় জীবন এমন অবস্থায় উপনীত হইয়াছে যে, কোন ব্যক্তিই, কোন সময়ে কোন স্থানে নিরাপদ নহে।. এখানে এমন নিষ্ঠুরভাবে অথচ আশ্চৰ্য্য কুশলতার সঙ্গে খুন-জখম আরম্ভ হইয়াছে যে, অপরাধীরা অধিকাংশ ক্ষেত্রেই গাঢাকা দিতেছে ।” Y S 4–3 অপরাধীর হাতে ধৰ্ম্ম ও আইন কৰ্ত্তাদের নাকাল আমেরিকায় মোটরে হতাহতের সংখ্যাও কম নয় । যুক্তরাষ্ট্রের এসোসিয়েটেড, প্রেস ১৯২৩ সালের মোটর দুর্ঘটনার যে-তালিক। প্রকাশ করিয়াছেন তাহাতে দেখা যায় যে, সেখানে. প্রতি ঘণ্টায় দুষ্টজন করিয়৷ লোক মোটর দুর্ঘটনার ফলে মারা যায়। নিউ ইয়র্ক সহরে প্রতি বৎসর প্রায় ৩০০ শিশু মোটর চাপ পড়িয়া মরে । শিকাগোতে ২৫০ জন শিশুর ঐ কারণে অকাল মৃত্যু হয়। এই হিসাবে যুক্তরাষ্ট্রে প্রতি বৎসর প্রায় ৭• • • নিরপরাধী শিশুর মোটর-দুর্ঘটনায় প্রাণবিয়োগ ঘটে । তাই নিউ ইয়র্ক নেশন কাগজ জিজ্ঞাসা করিতেছেন, “যদি প্রতি বৎসর ৭• • • নিরপরাধ শিশু তুৰ্কীদের দ্বারা হত হইত তবে কি লোকে এইরূপ চুপ করিয়া থাকিত ?” কিন্তু মোটর-বিলাসীদের এদিকে ভ্ৰক্ষেপও নাই ।