পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਟੈਗਂ ਲੈ * ৰিধৰণ ২২৫ কম হবে না। শুধু আন্দোলনের নেতাদের এইটুকু করা দরকার, যাতে ব্যায়ামের গুণগুলি মূৰ্ত্তিলাভ করে। মানসিক ও দৈহিক উৎকর্ষের সমতা রক্ষিত হ’লেই আমাদের লক্ষ্য সাধিত হবে । যে খেলা সাময়িক, সেট চরিত্রের উপর দাগ দেয় না ; যা সাধনাসাপেক্ষ, চরিত্রের সঙ্গে তার যোগ গভীর । সার্কাসী ব্যfয়াম সাধনাসাপেক্ষ বটে, কিন্তু লঘুত-দোষে দুষ্ট ; এই ধরণের সাধন মাহুষকে লঘুচিত্ত করে। বাংলা দেশের ব্যায়ামে এই বিপদটাই সব চেয়ে বেশ । খেলা ও ব্যায়ামের নামে বাঙাগী মেয়েদের সর্বনাশের সূচনা হয়েছে। মেয়েদের শারীর শিক্ষা দিতে হ’লে অভ্যন্ত গভীর বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন আছে । ইউরোপীয় মেয়েদের খেলাধুলায় যোগ দেবার কারণে আমাদের দেশেও এই ধু উঠেছে। আমরা ইউরোপীয় মেয়েদের জীবনের আমূল পরিবর্ধনের কথা ন ধরে উন্টে। পথে তাদের চলটি সত্য ও কল্যাণকর ব'লে মেনে নিয়েছি। এ-বিষয়ে খুব সাবধান হবার প্রয়োজন আছে । বিধবা শ্রীজগদীশচন্দ্র ঘোষ আজ নন, রাণীর বিবাহ । শেষরাত্রে বিবাহের লগ্ন । নন্দরাণী সন্ধ্যাবেলায় মাকে বলিল, “ম, আমি যদি ঘুমিয়ে পড়ি তবে ডেকে দিও, আমি কিন্তু বিয়ে দেখব ।” মা হাসিয়া বলিলেন, “মর পোড়াকপালী, তোর বিয়ে, তুই দেখবি না ?” এক জন প্রতিবেশিনী বলিয়া উঠিল, “আজকের দিনে পোড়াকপালী বলতে নেই নন্দর মা !" নন্দর মা রাগ করিয়া বলিল, “তোমার সব তাতেই খুঁত ধরা চাই বাছ !” বঙ্গ বাহুল্য, নন্দরাণীর বয়স সবে সাত বৎসর । পয়ত্রিশ বৎসর বয়সের চিরঞ্চ শ্রীনাথ বিশ্বাস তাহাকে দুই শত টাকায় কিনিয়া লইতেছে । নিধিয়ে বিবাহ হইয় গেল – নন্দরাণীও যথারীতি গেল তাহার স্বামীর ঘর করিতে । 聯 镜 籌 দশ বৎসর পরের কথা । নন্দর ভাই চৈতন্য রান্নাঘরে বসিয়া চাটি ভাতে ভাত সিদ্ধ করিয়া লইতেছিল। এমন সময় তাহার এক দেবরকে সঙ্গে করিয়া ভরা যৌবনের পরিপূর্ণ রূপ লইয়া বিধবা নন্দ আসিয়া দাড়াইল তাহার উঠানে । নন্দ চৈতন্তের পায়ের ধূলা লইতেই চৈতন্ত একেবারে جولا----St(p দুই চোখের জল ছাড়িয়া দিয়া কাদিয়া বলিল, “শেষকালে তোর কপালে এই হ’ল নন্দ ?” নন কিন্তু বড়-একটা বিচলিত হইল না । দাদাকে ঠাণ্ড করিয়া বলিল, “এ নিয়ে কাদাকাটা ক’রে লাভ কি দাদা, বিধাতার ওপরে ত কারু হাত নেই! তবে এইটুকুই আমার ভাগ্যি যে, বিয়ের পরে সেই ভাঙা শরীর নিয়েও তিনি দশট বছর কাটিয়ে গেলেন ।” চৈতন্য চোখ মুছিয়া বলিল, “লাভ কিছু নেই বোন, তা জানি, কিন্তু োর এই মূৰ্ত্তি আমি দেখব কেমন করে ?” —কিন্তু দাদা, ও কষ্টট তোমাকে করতেই হবে— আমি আর শ্বশুরবাড়ী ফিরে যাব না—সেখানকার সকল সম্পর্ক একেবারে চুকিয়ে এসেছি।" —তা বোন বেশ করেছিল। থাকৃ। —কিন্তু বউ কোথায় দাদা ? —তারা ত এখানে নেই রে—সব বাপের বাড়ী গিয়েছে । —ও এই মাসেই বুঝি ছেলেপিলে হবে । --ईT । নন্দ চৈত্তম্ভের সংসারে রহিয়া গেল । ಜತಡ বউ থাকৃ—আমার এখানেই