পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेऊTष्ठे মাসে এই মসজিদ আমি স্বচক্ষে দশন করিয়াছি। ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ উপবিভাগের অন্তর্গত অষ্টগ্রাম একটি প্রাচীন ও প্রসিদ্ধ গ্রাম এবং হিন্দু মুসলমান বহু শিক্ষিত ও সম্রাস্তু লোকের বাসস্থান। পূৰ্ব্বোল্লিখিত গৌড়ীয় স্বাধীন সুলতানগণেরও পূৰ্ব্বে কুতুব নামধেয় জনৈক ইসলামধৰ্ম্মপ্রচারক সিদ্ধমতাপুরুষ এই স্থানে উপস্থিত হইয়। এতদঞ্চলে ইসলাম ধর্থের প্রচারকার্য আরম্ভ করেন । তাঙ্গার প্রতিষ্ঠিত মসজিদ অদাপি অষ্টগ্রামে বর্তমান আছে । উক্ত মসজিদের গার ও দ্বারদেশের ইষ্টকশ্রেষ্ট প্রস্ফুটিত পরে সুশোভিত করা হইয়াছে। ചമ്മ অণলেণচনণ وخسbج অদ্যপি এই মসজিদে নিয়মিত জুম্মার নমাজ অমুষ্ঠিত হয় এবং গ্রামবাসী স্বধৰ্ম্মনিষ্ঠ সন্ত্রাস্ত মুসলমান ভূম্যধিকার ও শিক্ষিত ব্যক্তিগণ তাঙ্গাতে ৰোগদান করিয়৷ আসিতেছেন । ঠাহীদেরই চেষ্টার ফলে সরকারী প্রত্নতত্ত্ব বিভাগ এই প্রাচীন স্থাপত্যকীর্তি রক্ষার ব্যবস্থা করিয়া জাতির ধন্যবাদাপ্ত হইয়াছেন। অত:পর মুসলমান শিক্ষার্থগণের উপদেষ্টার কি বলিতে চাহিবেন— ইসলামধৰ্ম্ম-প্রচারক মসজিদগাত্র প্রস্ফুটিত পদ্ম উৎকীর্ণ করিয়া তদীয় ধৰ্ম্মেসু মৰ্য্যাদাহানি করিয়াছিলেন ? শ্রীক্ষিতীশচন্দ্র সরকার