পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○"b・ শ্রীমতী মনীষা সেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গত বি-এ পরীক্ষায় ইংরেজী অনাসে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করিয়াছেন। ( প্রথম শ্রেণীতে কেহই উত্তীর্ণ হন নাই ) । শ্ৰীমতী সেন ইন্টারমাডিয়েট পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করিয়াছিলেন। ক্রমতী নাগাম্ম! পাটিল বাম্বাই ব্যবস্থাপক-সভার সদস্য প্রবাসী ১৩৪৪ শ্ৰীমতী তারা দেবরাস নাগপুর বিশ্ববিদ্যালয়ের ম্যাটিকুলেশ্বন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছেন । ইতিপূৰ্ব্বে অপর কোন পরীক্ষাধিনী এই কৃতিত্ব অর্জন করিতে পারেন নাই । বগম ইবিব-উল্ল! ગૃહ સ્વtામ ব্যবস্থাপক-সভার সদস্য দ্রষ্টব্য প্রবাসীর সম্পাদকের বক্তব্য । শ্রযুক্ত যোগেশচন্দ্র বাগল বৈশাখের প্রবাসীতে “বৰ্ত্তমান আস্তুজাতিক অবস্থার গতি ও প্রকৃতি" সম্বন্ধে যে প্রবন্ধটি লেখেন, শ্ৰীযুত শৈলেন্দ্রনাথ ঘোষ তাহার আলোচনা করেন । যোগেশবাবুর উত্তরসহ তাঙ্গা আষাঢ়ের প্রবাসীতে বাহির হইয়াছে । শৈলেন্দ্র বাবুর লেখাটি জ্যৈষ্ঠের প্রবাসীতেই বাহির হইতে পারিত । তিনি তাহ যথাসময়ে আমাকে পাঠাইয়াছিলেন । তাহাতে তিনি যোগেশবাবুর কয়েকটি ভুল পখাষ্টয়াছিলেন । শৈলেশ্রুবাবুর আলোচনাই । উত্তর দিবার সুযোগ যোগেশবাবুকে দিবার নিমিত্ত দাঙ্গণ আলোচনাটি পাঠান হষ্টয়াছিল । যোগেশবাবু শৈলেন্স বা ১ প্রদশিত গুমগুলির সংশোধন জ্যৈষ্ঠ সংখ্যাতেই করায় আষাঢ় সংথ ; এ বিষয়ে কিছু লেখা হয় নাই । এই তথাটি জ্যৈষ্ঠের প্রবাসীতেই মুদ্রিত হওয়া উচিত ছিল প্রামানন্দ চট্টোপাধ্যায়, প্রবাসীর সম্পাদক ।