পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] রবীন্দ্রনাথের পত্র 〉Q"ト ডাক্তারের নিষেধ মানিনে। আমার একটি সঙ্গিনী আছে, মধ্যেই জাহাজে চড়ে সমুদ্রে পাড়ি দেব । অতএব এ তার বয়স তিন—তাকে দিনের মধ্যে প{চ ছ যার বাঘের গল্প বলতে হয় । আমার অন্ত সব কাজ গিয়ে এই একটাতে এসে ঠেকেছে। আমার মনিবটি বড় শক্ত, কিছুতে ছুটি দেয় না। আমার জন্মদিনের জন্তে যে খাতাটি পাঠিয়েছ ঠিক দিনে সেটি খুলব । আমাদের দেশে দোকানদাররা বৎসরের প্রথম দিনে নতুন খাত। খোলে । আমিও আমার ৬৫ বছর বয়সের দিনে তোমার হাতের দেওয়া নুতন থা তা খুলব। কিন্তু আজকাল থাত ভৰ্ত্তি করবার মত মূলধন বেশি নেই । ইfত ১৭ বৈশাখ ১৩৩২ শুঙা কাজক্ষী ঐ রবীন্দ্রনাথ ঠাকুর ( - ) শান্তিনিকে গুন কল্যাণীয়াসু ডাক্তরের কড়া হু কুমে চিঠিপত্র লেখা কমিয়ে দিতে হয়েছে । কিন্তু তুমি লিখেছিলে এক বছবের মধ্যে তুমি ভালো মেয়ে হ’য়ে উঠবে তাই শুনে তোমকে আমার এই শেব আশীৰ্ব্বন্দ পাঠাfচ্ছ । তুমি লক্ষ্মী মেয়ে হ’য়ে উঠলে সবাই আমার চিঠির গুণব্যাখ্যা করবে এ লোভ সামলাতে পারুল্ম ন । তা ছাড় তুমি আমাকে আরো একট। মস্ত লোভ দেখিয়েছ । আমাকে বলেছ, আiম “খুব ভালো লোক ।” তোমাকে আমি চিঠি লিখেছি এই হচ্ছে তার একটিমাত্র প্রমাণ । এত সহজে এত বড় থ্যাতি আমার জীবনে আর কখনো পাইনি। এ জগতে দুঃসাধ্য ভালে কাজ ক’রেও *ভালো” উপাধি সব সময়ে মেলে না। তাই তোমার ক1হ থেকে আমার "ভালো” উপাধি আরো পাক ক’রে নেবার জন্তে এই চিঠিখানি লিথ লুম। অতি অল্প দিনের চিঠির উত্তরে তোমার কাছ থেকে দ্বিতীয় প্রশংসাপত্ৰ পাবার আশ নেই। ফিরে এসে যদি কখনো তোমার সঙ্গে দেখা হয় তাহলে দেখতে পাযে "রবিবাবুতোমাদেরই মত ছোট ছেলে-মেয়েদের বন্ধু ! ঈশ্বর তোমার কল্যাণ করুন। ইতি ৭ আগষ্ট ১৯২৫ শ্ৰী রবীন্দ্রনাথ ঠাকুর (8) লিখতে যখন বলে আমায় তোমার খাতার প্রথম পাতে তখন জানি, কাচা কলম নাচবে আজও আমার হাতে.। সেই কলমে আছে মিশে ভাদ্রমাসের কাশের হাসি, সেই কলমে সাঝের মেঘে লুকিয়ে বাজে ভোরের বাশি । সেই কলমে শিশু দোয়েল শিস দিয়ে তার বেড়ায় উড়ি’ । পারুল দিদির বাস{য় দোলে কনক চাপার কচি কুঁড়ি। খেলার পুতুল আজো আছে সেই কলমের খেলা-ঘরে ; সেই কলমে পথ কেটে দেয় পথহারানো তেপাগুরে । নতুন চিকন অশথ-পাতা সেই কলমে আপনি নাচে । সেই কলমে মেরি বয়সে তোমার বয়স বাধা আছে । ৮ই বৈশাখ ১৩৩৪ ঐ রবীন্দ্রনাথ ঠাকুর