পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] ঐযুক্ত অবলা বস্থর পঞ্জাবলী ృతి ( . ) সপ্তম বক্তক্সই যে, গোতমের মতে এ জন্মেও পূৰ্ব্ব পূৰ্ব্ব জন্মেসূতি জাগ্রৎ করা সম্ভব। গোতম নিজে এই ক্ষমতাভ করিয়াছিলেন। সংযুক্ত-নিকায় নামক গ্রন্থে এন্স আছে – "ভিক্ষুগণ আমি ইচ্ছা করিলেই আমার সর্ববিধ &ীষ্মর কথা স্মরণ করিতে পারি। এক জন্ম, কি s জন্ম,কি তিৰ জন্ম, কি চারি জন্ম, কি পাঁচ জন্ম, & * rজন্ম কি বিশ জন্ম, কি ত্ৰিশ জন্ম, কি চল্লিশ জন্ম, fক্ষ পঞ্চাশ জন্ম, কি শত জন্ম, কি সহস্ৰ জন্ম, শত-সহস্ৰ জন্ম সংবৰ্ত্ত-করে (প্রলয়-করে, ) বিবর্তকল্পে ( স্বষ্টি-কল্পে ), সংবর্ত-বিবৰ্ত্ত-কল্পে আমার এই নাম ছিল, এই গোত্র ছিল, এই বর্ণ ছিল, এই প্রকার আহার ছিল, এই প্রকার স্বথ দুঃখ অনুভব করিয়াছিলাম, এতদিন আমার আয়ু ছিল, সেই অবস্থা হইতে চু্যত হইয়া এই অবস্থা প্রাপ্ত হইয়াছিলাম ; বিস্তৃত ঘটনা ও বিবরণ সহ আমার সৰ্ব্ববিধ পূৰ্ব্ব জন্ম স্মরণ করিতে পারি। *হৈ ভিক্ষুগণ! কগুপও এই প্রকার স্মরণ করিতে & - পারে।" (সংযুক্ত, ১।২১৩ ইং )। গোতম নিজে এই ক্ষমতা লাভ করিয়াছিলেন এবং তিনি বলিয়াছেন, অপরেও সাধনবলে এই ক্ষমতা লাভ করিতে পারে। ( মজ ঝিম ১,২২,৩৫, ৭•, ২৭৮,. ৪৯৫, २२०, २२,७२ ; ७ ॥s२, २४ ऐउJनि ) । * -- এই স্মৃতি হইতে প্রমাণিত হইতেছে যে, একই পুরুষ জন্ম-জন্মাস্তরে জীবন ধারণ করে । নানাদিক্ হইতে আলোচনা করিয়া গোতমের মত বিবয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইতেছি । ১ । একজন পুরুষ আছে । ২ । এই পুরুষই কৰ্ম্ম করে। ৩। দেহত্যাগের পরে পুরুষ পরলোকে গমন করে এবং কৰ্ম্ম তাহার অসুগমন করে । w ৪ । পরলোকে ঐ পুরুষই স্বকৃত কৰ্ম্মের ফল ভোগ করে । এ মতকে যে নামই দেওয়া যাউক না কেন আত্মবাদও যাহ, ইহাও তাহাই । দ্বিতীয় প্রবন্ধে অন্যদিক্ হইতে গোতমের আত্মবাদ •; অনাত্মবাদ বিষয়ে আলোচন করা যাইবে । শ্ৰীযুক্ত অবলা বসুর পত্রাবলী ঐযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে লিখিত * } 1 Lavenders Gardens, Clapham Common, S. W. 20th March, 1908, কবিবরেষু, অনেক দিন হইল আপনাকে পত্র লিখিব ভাবিয়ছি, কিন্তু নানা কারণে হুইয়া উঠে নাই। চিঠিপত্র না লিখিলেত-নিৰেন, আমাদের হৃদয় আপনার সমুদয় ‘"হঃখে ৰাম্বেলিত ও ব্যথিত । আপনার বিপদে আমরা যেরূপ কষ্ট পাই, আপনার । ঈশ্বর-প্রীতি দেখিয়া আমরা সেইরূপ আপনি যে-সব গুরুতর আঘাত পাই সাম্‌লাইয়া প্রকৃত ঈশ্বরপ্রেমিকের : গভীরতমভাবে সাধু কার্ষ্যে ও চিন্তাতে # , o, গল করিতেছেন । ইহাকেই প্রকৃত . আপনার অসামান্ত সহগুণ দেখিয়া আমি শু 阿键 33ן সেবার বড়দিনের ছুটীর সময় অশাAিী স্থা ।