বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 לסא সিগিরিয়! ফ্রেস্কোর ফটে। আর্কিওলজিকাল রিপোর্ট কিছু অত্যুক্তি করেনি। ডেমল মহাসেয়ার চিত্রগুলি যদি সম্পূর্ণরূপে থাকৃত অজণ্টার স্থায় এগুলিও আর্টের জগতে অপূৰ্ব্ব জিনিষ হতে পাবৃত। ছবিগুলি এখন একেবারে অস্পষ্ট হ’য়ে গেছে কিছুই বোঝবার জে নেই। ৩৪টা মূৰ্ত্তির ট্রেসিং আমি নিজে নিতে পেরেছিলাম। এই বিহারের চিত্রের কথা আমি পূৰ্ব্বে শুনিনি। ভাঙ্গা মন্দিরে ঢুকে যখন অপ্রত্যাশিত ভাবে এই অপূৰ্ব্ব জিনিষ দেখলাম তখন বিস্ময়ে অভিভূত হ’য়ে পড়েছিলাম। সিগিরিয়ার শৈলী (স্টাইল ) অজস্তা থেকে আলাদা রকমের ; কিন্তু এই বিচারের শৈলী অজণ্টার খুবই কাছাকাছি। শেষযুগের চিত্র যা অষ্টাদশ শতাব্দী থেকে আরম্ভ হয়েছে, তা খুব conventional এবং ওর ভিতর জীবনের গতি নেই ; কিন্তু এর ভিতর শিল্পের আলঙ্কারিক দিক্‌ট পূরে মাত্রায় রয়েছে, শিল্পীদের এবিবন্ধে বংশানুক্রমে একটা

তীর্থ-যাত্রী কেলানী বিহার (কেলানী) ৩য় যুগের চিত্র স্বাভাবিক বৃত্তি আছে যাতে তারা অতি সহজেই কৃতকার্ধ্য হয় । দেওয়ালের সমস্ত জমিতে চিত্র এবং তার ফাক ( space) ঠিক ভাবে ভাগ করা আছে। ছবির সৌন্দৰ্য্য অনেক পরিমাণ এই ফাকের উপর নির্ভর করে। র্যাকই ছবির বিভিন্ন অংশের সমান ওজন ঠিক রেখে ছবিটিকে ংহত করে। এযুগের মাস্থবের চিত্রে দেখা যায় অনেক সময় তার মাপ জোক ঠিক নেই এবং প্রায়ই প্রাচীন মিশরের চিত্রের স্থায় আড়ষ্ট। চিত্র ছাড়াও সিংহলের হালের মাটর অনেক রকম পুতুলে মিশরের প্রভাব স্বম্পষ্ট।