পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] রূপ ও আলাপ ©¢ፃ সৈন্তের বলে বলীয়ান থাকিলে শাসনপ্রণালী ঠিক রাজসরকারকে সৈন্তবিভাগের জন্য প্রচুর পরিমাণে অর্থ চলিবার সম্ভাবনা, কিন্তু সৈন্তবিভাগ ঠিক রাখিতে হইলে কোষের প্রয়োজন অধিক । কোষ ও বল সপ্তাঙ্গরাজ্যের এই দুই প্রকৃতির সম্বন্ধ যে অত্যন্ত ঘনিষ্ঠ শুক্রাচার্ধ্য প্রভৃতি নীতিশাস্ত্রবিদগণ আহ। স্পষ্টই বলিয়া দিয়াছেন। সামরিক বিভাগের ব্যয় “বল-মূল্যে ভবেৎ কোশ: কোশমূলং বলং স্মৃতম্” শুক্রনীতির এই বাক্যটিই তাহার প্রকৃষ্ট প্রমাণ। ইহা হইতে এইরূপ প্রতীয়মান হওয়া অসঙ্গত নহে যে, রাজাকে বা প্রতিবৎসর খরচ করিতে হয় ও তাহ করাও উচিত । কিন্তু এইমাত্র বলিয়াছি যে, কৌটিল্যের মতে সৈঙ্গবিভাগ প্রভৃতি সমস্ত সরকারী বিভাগের মোট খরচ রাজ্যের . সমগ্র আয়ের এক চতুর্থাংশ দ্বারা নিম্পন্ন হওয়া বিধেয়। কেবল সৈন্ত-বিভাগের খরচ কুলাইবার জন্য মোট রাজস্বের প্রায় একতৃতীয়াংশ বা ততোধিক অংশ ব্যয় করিবার প্রয়োজন, বোধ হয়, ভারতের অতীত নৃপতিগণ বা তাহাদের মন্ত্রীপরিবৎ বা রাজস্ব-সচিবগণ কখনই অনুভব করিতেন না । রূপ ও আলাপ সঙ্গীত-নায়ক শ্রীগোপেশ্বর বন্দ্যোপাধ্যায় হিন্দোল রাগের ছয়টি রাগিণীর মধ্যে গত পৌষ সংখ্যায় পুরিয়ার রূপবর্ণন, আলাপ ও গান প্রকাশ হইয়াছে । এবারে জয়ন্তী ( জয়েৎ) রাগিণীর রূপবর্ণন আলাপ প্রভৃতি প্রকাশিত হইল। জয়ন্তী ধ্যান অথবা রূপ বর্ণন बioन5ांङ्ग कुक्षनॆौध्रनि। মুখারৰিন্দ-মধুর-গীত-রম্যা পতিং স্বয়ন্তী নিত্য-ধ্যান-নিমগ্ন। जां छब्बद्धौ श्रिवांक्षाञ्च दब्रांत्रम ॥ ভাবার্থ— যাহার বর্ণ স্ববর্ণের ন্যায় ও মুখ কমনীয়, যাহার কমল-বদন হইতে মধুৰ গীত ক্ষরিত হইতেছে এবং যিনি নিত ধ্যানমগ্ন। তিনিই ছিন্দোলের পত্নী জয়ন্তী। ঠাট বা কড়ি কোমল ইত্যাদির বিষয় বর্ণন। जन्नडौ शांछूरु-८थांख्ग পঞ্চম-স্বর-বর্জিতা গাঙ্গায়-স্বয়-বাদিনীং ज:पांशॆी टेक्ष्षष्ठ-चब्र६ তীব্ৰ-মধ্যম-সংযুক্ত প্ৰবক্তঃ কোমল স্বয়ঃ ॥ ভাবার্থ= জয়ন্তী খাড়ৰ জাতি, প’-বর্জিত, ‘গ’-বাণী, 'ধ'-সংবাদী, কড়ি-ম এবং ‘খ’ কোমল