পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] দারুশিল্প 8ఇలి fপজর কাজের ব্রাকেটু

  • isto &otoff's 8 otoios (grain and figuring ) তাহাতে ঢাকা পড়ে বলিয়া অধিকাংশ স্থলে কৃত্রিমবর্ণ সৌন্দর্য্যের হানিই করে। ভিন্ন ভিন্ন কাষ্ঠের সংযোজনে প্রস্তুত প্রব্যের সৌন্দৰ্য্য স্থায়ী এবং সেগুলিতে কাষ্ঠগাত্রের শোভাহানি হয় না। তবে এইরূপ কাষ্ঠ সংযোজন বিশেষ সাবধানে করা কর্তব্য, যাহাতে কঠিন ও নরম, শুষ্ক পরিপক্ক (seasoned) ও কাচা কাষ্ঠ একসঙ্গে যুক্ত না হয়। কাষ্ঠে খোদাই কাজ দারুশিল্পের একটি প্রধান অঙ্গ । খোদাই প্রায় সকল প্রকার আসবাবী কাঠেই চলে, কিন্তু অঁাশ অত্যন্ত মিহি এবং সমান না হইলে বাটালী সকল দিকে সমান চলে না এবং কাষ্ঠ কঠিন না হইলে স্বল্প কারুকাৰ্য্য বাটালীর কোপের সঙ্গে ভাঙ্গিয়া যায়। ধলা বাহুল্য, কাষ্ঠগাত্ৰ নিৰ্ম্মল এবং গাইট বা ফাটল শুষ্ক হওয়া বিশেষ éz८भ्रंॉछन ।

খোদাই কার্ধ্যের মুম্বপাতির মধ্যে কয়েক প্রকার বাটালি, কম্পাস, কাটা ও শলাই প্রধান। এক ইঞ্চির ষোড়শ অংশ হইতে এক ইঞ্চি প্রমাণ চওড়া, সরল ও বক্র মুখের ১২ হইতে ৭-৮০টি এই প্রকার বাটালি ও শলা এইরূপ কার্ষ্যে ব্যবহৃত হয়। এদেশের কারিগররা ২•২৫টিতেই কাৰ্য্য চালাইয়া লয়। বাটাঙ্গীর কার্য্য সামান্ত আঁচড় কাট৷ হইতে অতি গভীর, এমন কি সম্পূর্ণভাবে কাঠ ভেদ করিয়া জালির কাজ পৰ্যন্ত, সমস্তই একই প্রক্রিয়ায় হইয়া থাকে । এই প্রকার কারু-কার্য্যে শিল্পীর হস্ত-কৌশল, পরিকল্পনা এল সামঞ্জস্ত-জ্ঞান, তিনটি সমান থাকা উচিত । যখ, প্রশস্ত কাষ্ঠখণ্ডে স্কুল ও গভীর কার্য্য যেরূপ শোভন হয়,অল্প আয়তনের কাষ্ঠে সেরূপ হয় না। আবার স্বল্প কাৰ্য্য বিশেষ সমীচীন ভাবে ও সামঞ্জস্য রাধিয়া না করিলে, তাহা পরিমাণে যতই অধিক হইবে, ততই সমস্ত কাৰ্য্যটি জঙ্গল ঝোপের মত দেখাইবে । পরিকল্পনায় রেখাপাত যতটা সম্ভব দৃঢ়, স্কুল ও ঋজু (firm and even ) to $fsw “weto.” Czolপাত কারুকার্ঘ্যে পরিণত হইবার পর স্বধৃপ্ত না হইয়া চক্ষুর কষ্টদায়ক হওয়াই সম্ভব, যদিও ঐ প্রকার রেখা সমীচীন ভাবে সমান্তরালে স্থাপিত হইলে রেখাসমষ্টি হুদুগু হইয়া থাকে। প্রত্যেক দেশের শিল্পীর কোন না কোন প্রকার বিশেষ কাষ্ঠের উপর “টান” আছে । ইহার কারণ, যে শিল্পী যে কাঠের উপর কাজে অভ্যস্ত, অন্ত প্রকার কাষ্ঠ তাহ অপেক্ষা অধিক কঠিন বা নরম হওয়ায়, সে বাটালির চাপের আন্দাজ পায় না, স্বতরাং প্রতি কোপে তাহার তুল হওয়ার সম্ভাবনা থাকে। এদেশে কাশ্মীরী কারিগর আখরোট কাষ্ঠে,সাহারানপুর, পঞ্জাব, যুক্ত প্রদেশ ও বোম্বাইয়ের শিল্পী শিশু বা শীতসারে, দক্ষিণ মাম্রাজ মহীশূর ও ত্রিবাঙ্কুড়ের শিল্পী চন্দন কাঠে কাজ করা ভাল মনে করে। ব্ৰহ্মদেশে সেগুন আবলুস থিট মিন ইত্যাদি ও সিংহলে আবলুসের চলন আছে * বিদেশে ওকেয়,বিশেষ বিলাতী ওকের প্রচলন সৰ্ব্বাপেক্ষা

  • আধুনিক “শিক্ষিত" সমাজে (কলিকাতা, বোম্বাই ইত্যাদি সহরে ) সেগুন ও মেহগনী এই দুইটি মাত্র প্রচলিত। তাহার কারণ ইঙ্গ-ভারতীয় সমাজের বুদ্ধি বিবেচনায় এই দুইটি কাষ্ঠ শ্রেষ্ঠ