পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । সঙ্গীতে পরিবর্তন vමිද যাব, আমায়ু নিয়ে চল। এখানে আর দু'দিন থাকলে । আমি পাগল হ’য়ে যাব। আমার কিছু হবে না, তুই কৰ্ত্ত মশায়ুকে বলে আয়, আমার যাবার ব্যবস্থা ক’রে দিতে ।” ভবানী বলিল, “fছ, দিদি, এমন অবুঝের মত কাজ করে না। সস্তান রয়েছে পেটে, সেই তোমার আশা ভরসা সব। তাঁর ভাল-মন্দ তুমি মা হয়ে দেখবে না ।” ভানুমতী ফুলিয়া ফুলিয়া কাদিতে লাগিল। খানিক পরে অশ্রুবিকৃতকণ্ঠে বলিল, “আমার অদৃষ্টে কি কিছু ভাল টিকবে, ভবানী ? তা না হ’লে এই দশা হ’ল জামার কুড়ি বছর যেতে না যেতে ? আমার মা, ঠাকুম সবাই বুড়ে বয়েসে পাকা চুলে সিম্বর প’রে গেছে রে ।” ভবানী তাহাকে সাস্থন দিবার চেষ্টা করিতে লাগিল । “সকগের অদৃষ্ট সমান হয় না দিদি, ধ কপালে ছিল ঘটুল, কি করবে বল ? মামুষের হাত ত নেই ? এখন যেটুকু আশা ভগবান দিচ্ছেন, তাইতেই বুক বেঁধে থাক। দেখ, কৰ্ত্ত-মশায় শুদ্ধ আজ খবর শুনে কত বল পেয়েছেন। তার ও ত কম যায়নি । এখন শ্বশুরের বংশ যাতে ৰজায় থাকে, তাই কেবল ভাব। নিজের কোন আধতু কোরো ন} ” ভানুমতী আঁচল দিয়া চোখের জল মুছিতে লাগিল । সে আর থাইবে না দেখিয়া ভবানী পরিত্যক্ত থাবারের পান্ত্র উঠাইয়া লইয়া গেল । তাহার পর ফিরিয়া আসিয়া ঘরের সব আসবাব পালকের ঝাড়ন দিয়া মুছিয়া, ঘর ঝাঁট দিবার জোগাড় করিতে লাগিল । ভাঙ্গুমতী হঠাৎ জিজ্ঞাসা করিল, “হ্যারে, ঠাকুরপো ছিল সেখানে, যখন তুষ্ট কৰ্ত্তামশায়কে খবর দিলি ?” ভবানী মুখ ঘুবাইয়া বলিল, “ছিল না আবার । ক’দিন থেকে হতভাগা, কি বাড়ীছাড়া হয়েছে, ঠিক যেন যক্ষির ধন আগলে বেড়াচ্ছে। তেমন হয়েছে মুখের মতন জুতো ! কখন ধে স্নই ক’রে পালাল দেখতে ও পেলাম না ।” ভানুমতীর পাংশু মুখ হঠাৎ লাল হইয়া উঠিল। বলিল, “আমার স্বামীকে ঐ খেল, সাংক্ষিণ চোখ দিয়ে দিয়ে । তা না হ’ল অমন মাছুয বেঘোরে মারা যায় ? এখন ছেলে খাবার চেষ্টায় লাগছে। কিন্তু আমায় না খেয়ে পারছে না, তা ব’লে রাখলাম দেখিস।” উত্তেজনায় তাহার সারা শরীর কঁাপিতেছে দেখিয়। ভবানী আসিয়া তাড়াতাড়ি তাহাকে জড়াই। ধরয়া । থাটে শোওয়াইয়া দিল । ( ক্রমশ: ) সঙ্গীতে পরিবর্তন শ্ৰী হরিনারায়ণ মুখোপাধ্যায় ( > ) ইংরেজী ১৮৭৪ কি ৭৫ শালে, তখন আমি কাশীর বাঙ্গা কণীটোঠা স্কুলে পড়ি, ব:ক্রম ১৩১৪ বৎসর হইবে, হঠাৎ শুন গেল, একজন ভাল বাশী-বাজিয়ে কাশীতে আসিয়াছেন, আমার লেখাপড়ায় তত বিশেষ মনোযোগ ছিল না ; বঁাশীর কথা শুনিয়া মন চঞ্চল হইল । আমি উহার সস্থান করিলাম এবং বাশী শিক্ষা করিব বলিয়। র্তাহাকে জানাইলাম । তাহার আরও ৩৪ জন শিষ্য ছিল। এই বঁাশী বাজিয়ের নাম ঐযুক্ত ভয়ঙ্কাপ্রসাদ মিয় ( বর্তমানে লক্ষ্মেীতে আছেন ) ; দেখিতে কুষ্ণবর্ণ পুরুষ ; হাতে বেশী লইস্কেই কৃষ্ণঠাকুরের মত BBBB BDDS BBSBBS DDDDD SBBB BBBS BDDS छादि उाभ । वैशै७ श्राभाद्र इTाए शछि श्ल । “fन गां ধা নি প” বেহাগের গৎ আরম্ভ হুইল । ইহার আঞ্জরা যখন