পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ne • প্রবাসী—ভাদ্র, ১৩৩৪ [ २१° उtण, sञ थe বাড়ীর পাশ দিয়ে আসছিলাম দেখলাম এক পাল মেয়ের মধ্যে সেও খুগ্ৰছে । ওদের কোনো আত্মীয় হবে বোধ झ्म्न ।' গিরীশ তাহার হাত ধরিয়া ঝাকাইয়া বলিল, “বেশ বেশ, আমার জন্তে যে রহনচৌকীর আমদানী হয়েছে, সেটাকে আর বিদায় করতে হবে না, একেবারে তোর বিয়ের বাজনা বাজিয়ে বিদায় হবে।” বরযাত্রী বাহির হইবার সময় হইয়া আসিল। মহ+ কোলাহলে পল্লীপথ সচকিত করিয়া গিরীশ চলিল বিবাহ করিতে। পরের কয়েকটা ঘণ্ট। কোথা দিয়া যে কাটিয়া গেল তাহ। সে বুঝিতেই পারিলন। তাহার মন জুড়িয়া কেবল এই কথাই জাগিতে লাগিল, ললিতা তাহার হুইয়াছে, জগতে আয় কেহ, কিছু তাহদের বিচ্ছেদ ঘটাইতে পারিবে না। বাসরঘরে বসিয়া ক’নের বাড়ীর মেয়ের দল আর প্রতিবেশিনীবৃন্দের ঠাট্টা-তামাসার চোটে বর বেচার ঘামিয়া উঠিল। কল্পনার নেশা তাহার ছুটিয়া গেল। বাসরঘরে বর ছাড়া অন্য পুরুষের প্রবেশ নিবেধ, কাজেই গিীশের বন্ধুর দল দরজার কাছে ভীড় করিয়া দাড়াইয়৷ রসিকতার চেষ্টা করিতে লাগিল । হঠাৎ মেয়ে-পুরুষ সকলের ভীড় ঠেলিয়া অতুল ঘরের ভিতর ঢুকিয়া পড়িল। সোজ বরের কাছে গিয়া, তাহার হাত ধরিয়া একটান দিয়া লে উত্তেজিতভাবে বলিল, বাইরে আয় একটু।” + गिऔन चबांक श्हेब्रl cश्रण । क्रूि अछूजद्र श्रदश। দেখিয়া সে আর কোনো প্রশ্ন না করিয়া তাহায় সঙ্গে সঙ্গে বাহিরে জাসিয়া দাড়াইল,মেয়ের দলের প্রবল আপত্তিতে ও कांन गण म| । - বাহিরে আসিবামাত্র অতুল বলিল, “তুই শেষে আমার এই সৰ্ব্বনাশ কর্লি ? স্থবোধকে বৃথাই সেদিন গাল দিলাম, তোরা সবাই সমান।” গিরীশ অবাক হইয়। বলিল, “আমি তোয় সৰ্ব্বনাশ করলাম ? কি বলছিস্ তুই ?” . অতুল বলিল, “আর ন্যাক সাজতে হবে না। তুই মেয়ে দেখে গেলি যখন, কেন বললি না যে, সে তোর হোষ্টেলের পাশের ডাক্তারের ভাগ্নী ললিতা ?” গিরীশ বলিল, “হঠাৎ সে খবরে তোমার দরকার হবে তা আমি কি ক’রে জানূব ?” অতুল মুখ লাল করিয়া বলিল, “ন, তা আর জানবে কি ক’রে ? মিথ্যে কথায় তুমিও স্ববোধের চেয়ে কম যাও না । মেয়ের নাম রমা বললে কেন আমার কাছে ? পাছে আসল নাম বললে আমার মুখের গ্রাস কাড়বার সুবিধা না হয় ?” গিরীশ চটিয়া বলিল, “শুধু শুধু idiot এর মত গালাগালি করিসনে। ওর নাম যদি কলকাতায় এক, আর এখানে আর এক হয়, সেটা কি আমার দোষ ? তাছাড়া তুই আমাকে বলেছিলি নাকি যে ললিতাকে বিয়ে করতে চাস্ ?” অতুল বলিল, “হ্যাঁ, এখন ঢ়ের বাজে ওজর বেরবে। আমি যেমন তোমার মত বন্ধুকে ডেকেছিলাম मृष्ट्रिोथ्रा করতে, তেমন তার ফল পেলাম।” গিরীশ হাসিয়া বলিল, “আরে চটস্ কেন ? তুই-ই ন মেয়েটিকে আমার ঘাড়ে চাপাবার চেষ্টায় ছিলি ? ঘাড় পেতে নিলাম ব’লে এখন গাল দিচ্ছিস্ কেন ?” অতুল ক্রুদ্ধ জলন্ত দৃষ্টিতে গিরীশের দিকে চাহিয়া সেখান হইতে চলিয়৷ গেল। বর বাসরঘরে ফিলি।