সিংহল-দেশের উপকথা শ্ৰী নিৰ্ম্মলা রায় সিংহল দেশের রাজার একটি মাত্র কন্যা ছিল । কন্যাটি তার নয়নের মণি, জীবনের আনন্দ স্বরূপ । সেই কস্তাই আবার তার পরম নিরানদের কারণও হ’ল। আনন্দ স্বরূপ ছিল—তিনি তার একমাত্র কন্যাকে প্রাণের অধিক ভালবাসতেন। নিতান্ত শৈশবেই সে মাতৃহারা, মায়ের স্নেহ কি বস্তু তা জানতে পায়নি। পিতার স্নেহে, আদরে সে অভাব বোধ করবার অবসরও তার হয়নি। তিনিই তাকে বুকে করে এত বড়টি করে’ তুলেছেন। রাজকন্যার বয়স হ’লে রাজা যখন বিয়ের আয়োজন করতে লাগলেন কন্যা তখন একেবারে বেঁকে বস্ল ; বিঘ্নে করতে সে কোন মতেই রাজী নয়—ইহাই তার নিরানন্দের কারণ। রাজকন্যার যখন বয়স অল্প তখন থেকেই সে লেখাপড়া নিয়ে থাকৃতে ভালবাস্ত। একটু বড় হ’লে মেয়ের ইচ্ছা অনুসারে রাজা তাকে অতি উচ্চ একটি পাঠ-মন্দির প্রস্তুত করিয়ে দিয়েছিলেন। নানা দেশ থেকে রাশি রাশি বই আনিয়ে সে সেই মন্দির প্রায় পূর্ণ করে তুলেছিল। বইগুলি তার প্রিয় সঙ্গী ছিল। সেই মন্দিরে পুস্তকরাশির মধ্যেই দিনের অধিকাংশ সময় তার কাটুত। সারাদিন ধরে নানা রকম প্রশ্নের মীমাংসা করা–এই ছিল তার প্রধান আনন্দ । মম্বিরের গায়ে একটি দড়ির সিড়ি লাগান থাকৃত, রাজকন্যা মন্দিরে উঠে সেটা তুলে নিত যাতে আর কোন লোক গিয়ে তাকে বিরক্ত করতে না পারে। ब्रांखाब ५कबन मूब मन्भशैब उरे झ्णि, उोद्र मृडे বরাবরই সিংহাসনের দিকে। সে লোকটি বড় ভালছিল না। এখন রাজার মনে মনে ভয় ছিল, তার মৃত্যুর পর সেই ভাই রাজকন্যাকে বঞ্চিত করে নিজেই সিংহাসন দখল করে বসবে। রাজকন্যার বিয়ে হ’লে তার স্বামী তাকে রক্ষা করে চলতে পারবে এই ভেবে তিনি তার বিয়ে দেবার জন্য আরও ব্যস্ত হ’য়েছিলেন। তাছাড়া সিংহল দেশে মেয়েদের চিরদিন অবিবাহিত থাকৃবার রীতিও ছিল না। সেট। বড় নিনার বিষয় ব’লে সবাই মনে করত। রাজার সভাসদগণ সকলেই উপযুক্ত কোনও রাজপুত্রের সঙ্গে রাজকুমারীর বিয়ে দেবার জন্তে রাজাকে অনুরোধ করতে লাগলেন। রাজ-ঘটকও তাকে ব্যস্ত করে" তুলল, কারণ রাজকুমারীর বিয়ে হ'লে তার প্রাপ্য টাকা সে পেeে পারে। কিন্তু রাজা কি করবেন, রাজকন্যা ৰিয়ে করতে মত না দিলে তিনি তো আর জোর করে বিয়ে নিতে পারেন না। তিনি যখনই মোমের কাছে ৰিয়ের প্রস্তাব করতে যান তখনই সে সে-কথা হেসে উড়িয়ে দেয় ও নানা কথা তুলে সে-বিষয় চাপা দিয়ে রাখতে চেষ্টা করে। শেষ পৰ্য্যস্ত রাজকন্যাই পরান্ত হ’ল। রাজা একদিন কোনও কথায় না ভুলে, তাকে ভাল করে’ বুঝিয়ে দিলেন ধে বিয়ে করাটা তার কৰ্ত্তব্য কাজের মধ্যে একট। তা’ না করলে তার দেশের এবং পিতার প্রতি কৰ্ত্তব্যের ক্রটি করা হয় । তখন রাজকন্যা বিয়ে করতে রাজি হ’ল। কিন্তু এই সৰ্ত্তে রাজি হ’ল যে—যদি কোনও রাজপুত্র এমন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যার মীমাংস রাজকন্স করতে পারে না তবেই তাকে সে বিয়ে করবে। তা ছাড়া ষাকে তাকে বিয়ে করবে না। যে-সকল রাজপুত্র তার কাছে পরাস্ত হবে তারা কেউ আর ফিরে যেতে পারবে না, সকলকেই প্রাণ দিয়ে ধেতে হবে। ७थन ब्रांखा क्लिबकब्र ८७८क ब्रांजक्छांब्र ५कशॉनि इदि তৈরী করালেন ও ষে-পণে লে বিয়ে করতে মত দিয়েছে সেই পণের কথা ভূৰ্জপত্রে লিখে হাতির দাতের ক্রেমে
পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮২
অবয়ব