পাতা:প্রবাসী (সপ্তবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ময়ুর-সিংহাসন অধ্যাপক শ্ৰী কমলকৃষ্ণ বসু, এম-এ কলাশিল্পশ্রিয় শাহজাহানের জগদ্বিখ্যাত “তখতে তাউস” ব! ময়ূর-সিংহাসন মোগল-কীৰ্ত্তির একটি অন্যতম নিদর্শন। এই অসাধারণ সিংহাসনটি জনসাধারণের একটি বড়ই কৌতুহলের বিষয়। পারসিক কবিগণের অতিশয়োক্তিদোষ থাকিলেও, ময়ূর-সিংহাসনের বিষয় কবি যাহা গাহিয়াছেন, তাত বোধ হয় নিতান্ত অতিরঞ্জিত নহে । এই রাজসিংহাসনটি যে চন্দ্র বা স্বর্যাকেও সৌন্দর্য্যে পরাভূত করিয়াছিল তাহাই দেখাইবার জন্য কবি লিথিয়াছেন – কসানদ গল্প কলঙ্ক খুদ রং ৰূপাংশ দেহদ খুশির ও মাছ রা ক্ল নমায়ণ । অর্থাৎ, আকাশ যদি ময়র-সিংহাসনের নীচে দাড়ায় তাহা হইলে এই সিংহাসনটি চন্দ্র বা স্বৰ্ষাকেও উজ্জ্বল কান্তি প্রদান করিতে পারে । মোগল শিল্পকলার চরম আদর্শ না হইলেও ময়ূরসিংহাসন যে বাদশাহের অতুল সম্পত্তির পরিচায়ক তাহ অস্বীকার করা যায় না। এ সম্বন্ধে প্রকৃত ও মুল তথ্য জানিতে হক্টলে, প্রথমে রাজদরবারের সমসাময়িক ঐতিহাসিক আবদুল হামিদ লাহোরীর “পাদশাহনামা” (১) এবং মীর মহম্মদ মাসুম লিখিত “তারিখ-শাহ সুজাএ” (২) আমাদিগের পাঠ করা উচিত। এ বিষয় পরবর্তী ঐতিহাসিক গাহনওয়াজ খাও তাহার “মাসির উল ওমরা"য় বিশেষ ভাবে উল্লেখ করিয়া গিয়াছেন (৩) । (») Bibliotheca Indica Series. afTnifb* catafë অফ বেঙ্গল কর্তৃক প্রকাশিত। - (3) India Office Persian Mss. no 33. *fore! विश्वविनाॉल:ब्रज टाँहेन कांtशशांद्र भांमनौब्र #ौवृद्ध झळूनांथ भद्रकां★. मेिं, আই, ই মহোদরের পাঠাগারে ইকার এক প্রতিলিপি আছে । শ্রন্ধের नक्कांब भशनtब्रद निकt a३ शूशिवानि वादशाब्र कब्रिवांश् अश्यठि পাই । (•) Bibliotheca Indica Series afûifs cntnfìft কর্তৃক প্রকাশিত ৩ খণ্ড । حمام སྐ༽ \. তাহা ছাড়া, বাণিয়ে (৪), তাভার্ণিয়ে (৫) ও মামুচ্চি (৬) প্রভৃতি পাশ্চাত্য পরিব্রাজকগণ ইহার অস্তিত্ব প্রতিপন্ন করিয়া ও তাহা তাহাদিগের ভ্রমণ-কাহিনী মধ্যে লিপিবদ্ধ করিয়া গিয়া আমাদিগের সকলের কৃতজ্ঞতাভাজন হইয়াছেন । হামিদের মতানুসারে (৭) মনে হয় যে, আকবর হইতে আরম্ভ করিয়া শাহজাহানের শাসনকাল পর্য্যন্ত রাজকোষে যে সকল অপরিমেয় মহার্ঘ্য মণিমুক্তাদি ও প্রচুর ধনরাশি সঞ্চিত হইয়াছিল, তাহ জনসাধারণের দৃষ্টিগোচর করিয়া তাহার সার্থকতা সম্পাদনের উদ্দেশ্বে ময়ূর-সিংহাসন নিৰ্ম্মিত হয় । “মাসির উলওমরা”র গ্রন্থকারও এই কথারই উল্লেখ করিয়া গিয়াছেন (৮)। তাহার মতে মণিমাণিক্যখচিত বহুমূল্য সিংহাসনের ব্যবহারে বাদশাহী গরিম। বাড়াইবার অভিপ্রায়ে সম্রাট এই সিংহাসন তৈয়ারী করিতে আদেশ দিয়াছিলেন। পাদশাহনাম পাঠে জানা যায় যে, শাহজাহান প্রাদেশিক ও রাজকীয় কোষাগার হইতে দুই কোট টাকা মূল্যের তীর জহরং আনিতে আদেশ দেন তাহা হইতে তিনি প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের সৰ্ব্বোৎকৃষ্ট হীরকাদি সিংহাসনের জন্ত বাছিয়া লন। মীর মহম্মদ মাসুম সিংহাসনের হীরকাদির মূল্য এক কোট টাকারও অধিক নির্ণয় করিয়াছেন (৯)। "মাসির উলওমরা” গ্রন্থে সিংহাসনের জন্ত নিৰ্ব্বাচিত জহরতের মূল ৮৬ লক্ষ টাকা উল্লিখিত আছে। তাহা ছাড়া, এক লক্ষ তোলা ওজনের (*) Bernier's Travels Ed. by A. Constable (1891). Second Edn. revised by W. Smith. Publishers Humphrey Milford. (*) Tavernier's Travels in India. Ed. by W. Ball. Pub. by Macmillan & Co. 1889 (two vols.) (o Storia Do Mogor (Indian Text Series). Ed. by W Irvine. (৭ পাদশাহনাম, ২য় খণ্ড, পৃষ্ঠ ৭৮-৮৩ (७) भtनिक्षॆश्लूsभङ्ग, ३॥ १७. शृ: १•a