পাতা:প্রবাসী (সপ্তম ভাগ, প্রথমাংশ).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা । ] ミ> . শ্ৰীযুক্ত ললুভাই কল্যাণজী শাহ। হইল। তিনি মুষের হস্তধৃত নারিকেল বা পদমধ্যবৰ্ত্তী লম্বিত মৃৎভাও গুলি চালাইয়া বিদ্ধ করিয়া থাকেন। লক্ষ্য স্থির করিবার জন্য ইনি এক চক্ষু মুদ্রিত করেন না। দাড়াইয়া, সিয়া, আরাম চেয়ারে গুইয়া, হাতে পায়ে বন্দুক চুড়িয়া, iমুখ পশ্চাতের লক্ষ্য বেধ করিতে সক্ষম। মৎস্তবেধ করিতে মাধ ইঞ্চি মাত্র চৌড় দর্পণপ্রতিফলিত ছারা দেখিয়া মৎস্তের ক্ষু বিদ্ধ করিয়া থাকেন। ইনি বলেন যে এই সকল প্রয়োগ স্বৰ্ণাণেও হইতে পারে ; এবং তিনি এক্ষণে ভাবনগরের বস্ত গাড়, ভাল প্রভৃতির নিকট ধমুর্বিদ্যা অভ্যাস করিতেছেন । এই সকল দেখিয়া অতি অবিশ্বাসীকেও স্বীকার করিতে হইবে, ভারতে ছিল সব, আছে সব ; কেবল প্রকাশে প্রবর্তন দিবার মত উৎসাহ ও উত্তেজনার শুধু অভাব ! ভগবানের আশীৰ্ব্বাদ আমাদের জড়তা অবসাদ ঘুচাইয়া উন্নতির পথ মুক্ত করিয়া দিউক ; আমরা প্ৰণষ্টগৌরবে নঃপ্রতিষ্ঠিত হইয়া ধন্ত হই! শ্ৰীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।