পাতা:প্রবোধ-চন্দ্রোদয় নাটক.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રષ્ટ প্রবোধ-চন্দ্রোদয় নাটক । দস্ত —মহাশয় —মহারাজ নিকটবৰ্ত্তা ; এগিয়ে গিয়ে ওঁর অভ্যর্থন করুন । অহং —ই, চল যাওয়া যাক । ( সকলের প্রস্থান ) ইতি বিষ্কস্তক । পরিজন-বেষ্টিত মহামোহের প্রবেশ। মহা –(উচ্চৈঃস্বরে হাসিয়া ) কি আশ্চৰ্য্য ! এই জড়বুদ্ধির যা-তা অবাধে বিশ্বাস করে । তারা মনে করে— দেহ-ছাড়। মূৰ্ত্তি এক আছে আত্মা-নামে কৰ্ম্ম-ফল-ভোক্তা সেগো পরলোক-ধামে । আকাশ-কুসুম হতে স্বাদু ফল অলীক যেমনি ইহাদেরো মনোরথ অবিকল জানিবে তেমনি ॥ দেখ, এই মূঢ়ের স্বকপোল-কল্পিত আত্মীর অস্তিত্ত্ব অবলম্বন করে জগৎকে বঞ্চনা করচে । যে বস্তু নাহি, তাহ। আছে বলি’ মিছামিছি অবিরত করিয়া জল্পনা বাচাল সে আস্তিকের • সত্যবাদী নাস্তিকের বৃথা নিন্দ করয়ে ঘোষণা ; শোনোগো ভোমরা সবে ! কালবশে পরিণামে পঞ্চভূতে মিশে যেই দেহ সে দেহের অতিরিক্ত পৃথক্ বিভিন্ন জীব তোমরা কি দেখিয়াছ কেহ ? —তাহা হলে বলিব গো তোমাদের কথা সমস্তই সতা—কিছু নহেক অযথা ॥