পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবোধ চন্দ্রক । ' S ইয়া ৰাম দক্ষিণ পশ্চাদ্ধাগে যথাযোগ্য সকলে ৰসিলেন। যবনিকা মধ্যস্থ কন্যাজিজ্ঞাসা করিলেন ইনি কে । সভাস্থ পণ্ডিত সকলে একবাক্য হইয় কহিলেন টনি সাক্ষাৎ ভূবৃহস্পতি বিদ্যাসাগর মহামহোপাধ্যায় জ্ঞানবিজ্ঞানসমুন্ন শাস্ত্রার্থ সম্প২শয়ের একভঞ্জনস্থান ব্রহ্মচর্যাব্রতী মৌনী আমারদের সকলেরি ভট্টাচার্য নির্জন বনে থাকিয় শাস্ত্রানুশীলন করত কালষাপন করেন। আমারদের যখন যে শাস্ত্রের ভুম ও সন্দেহ ও পূৰ্ব্বপক্ষ হয় তাহ! এই মহাশয় ইঞ্জিতমাত্রে সিদ্ধান্ত করিয়া নির্ণয় করত স^শয়চ্ছেদন করেন ও আমারদের অজ্ঞানান্ধকার দূর করেন। ইহার তুল্য সৰ্ব্বশাস্ত্রার্থদশী সম্প্রতি ভূমণ্ডলে আমারদের দৃষ্টচর কেহ নাই । ইনি অদ্বিতীয় বিদ্বান তোমার বিদ্যাতে তুষ্ট হইয়া আমরা সকলে তোমার উপযুক্ত উত্তম পাত্র ও অকৃতদার এই মহাশয়কে জানিয়া অনেক যন্সে ও অায়াসে ও চেষ্টাতে আনিয়াছি । তোমার উপকারার্থে আমিরা সকলেই ঘটক হইয়াছি। অসুভিৰ্বসুভিঃ সুললিতৰাগভিঃ পরোপকার: ক্রিয়তে সডিs এবম্বিধ বাগাড়ম্বরেতে সকলে ঐকমতে কনার বুদ্ধি আছন্ন করিলেন । তদনন্তর কন্যা কহিলেন ইর্ষার বয়োনুমানে এতাদৃশ বিদ্যা বিষয়ে আমার অসম্ভাবন বোধ হয় অল্পকালে ফ্লদিও বহু বিদ্যা হয় তথাপি অনেক কাল ব্যবসায়ৰ্যতিরেকে পরিপাক হয় নL • কুমারীর এই ৰাক্য শুনিয়া ভাবি বর ইঙ্গিতজ্ঞ পণ্ডিতের যথাপ্ৰ দশিত: অভিনয় দ্বারা উত্তর করিলেন । সেই প্রাচীন পণ্ডিতেরদেরপ্রতি দৃষ্টি কঠিয়া সম্মিতমুখে অষ্টাদুলি প্রথমতঃ দেখাইলেন ও ৰক্র করিলেন । পরে সভানিকটস্থ ভট্টদিগকে দেখাঈg1 কনার দিগে দক্ষিণ হস্ত প্রসারণ করিলেন । তাই কন্য না বুঝিতে পারিয়া বৃদ্ধ পণ্ডিতদিগকে কছিলেন এ মহাশয় লঙ্কেতে কি উত্তর করিলেন আমি কিছু বুঝিতে পারিলাম না । ইহাতে যুব পণ্ডিত্তের হালা করিয়া কহিলেন হে মুখে তোমার প্রথমত এই একপ্রকার পরাজয় হইল যেহেতুক শাস্ত্রার্থ বিজ্ঞাপনের যে সমস্ত উপায় তাহার মধ্যে অভিনয় যে এক প্রকার উপায় তাহা শাস্ত্রে প্রসিদ্ধ আছে সে তোমার ৰোধজনক ন হইয়া বিফল হইল অতএব ভট্টাচাৰ্য্য মহাশয়ের শিষ্য আমরা লে অভিনয়ের অভিপ্রায় প্রকটন করি তুমি