পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবোধ চন্দ্রিক । 6 * ব্যাধির ঔষধের প্রমাণ পাওয়া গেল এ বড় সুলক্ষণ। রোগী কহিল সে কি ঔষধ ভিষকৃসস্তান কছিল তুমি শীঘু বাট গিয়া এই প্রয়োগ কর তীক্ষ ধার শাণিত এক ক্ষুর আনিয়া স্বকীয় দুই কৰ্ণ কাটিয় সন্তপ্ত লৌহেতে দুই পাছতে দুই দাগ দেও তবে তোমার চক্ষুঃপীড়া অাপ্ত শান্ত হইবে ইহ শুনিয়া ঐ লোচনরোগী আৰ্ত্ততাপ্রযুক্ত কিঞ্চিম্মাত্র বিৰেচন না করিয়া তাহাই করিল। - অনন্তয় রোগী এক পীড়োপশমনার্থ চেষ্টাতে অধিক পীড়াদ্বয়ে অত্যন্ত ব্যাকুল হইয়। ঐ বৈদ্যের নিকটে পুনৰ্ব্বার গেল ও তাহাকে কহিল হে বৈদ্যপুত্র নেত্রের জ্বালা যেমন তেমনি পেী দের জ্বালায় মরি। বৈদ্যপুত্ৰ কহিল ভাই কি করিবে রোগ হইলে সহিষ্ণুতা করিতে হয় আমি শাস্ত্রানুসারে তোমাকে ঔষধ দিয়াছি আতুর হইলে কি হবে “ নহি সুখ- দুঃখৈৰ্বিন লভ্যতে" | এইরূপে রোগী বৈদ্যেতে কথোপকথন হইতেছে ইতিমধ্যে অতুত্তম এক চিকিৎসক তথায় আসিয়া উপস্থিত হইল। ঐ যমসহোদর রামকুমার নামে মুখ বৈদ্যতনয়ের পল্লবগ্রাহি পাণ্ডিত্যপ্রযুক্ত সাহসের ৰিশেষ অবগত হইয় কহিল ওরে বালীক সৰ্ব্বনাশ করিয়াছিস্ এ রোগীটাকে খুন করিলি এ ৰচনাৰ্দ্ধ অশ্ব চিকিৎসার মনুষ্য পর নয়। দেশ কাল পাত্র অৰস্থ ভেদে চিকিৎসার বিশেষ আছে তোর প্রকরণ জ্ঞান নাই এ শাস্ত্র তোর পড়া নয় কুবুৎপত্তিমাত্র বলে অপ'*िङ भारङ्गज़ दTदङ् निर्मू शां९ ॐड़प्रे श्वक्लद्र इॉरन हैदमारू শাস্ত্রের অধ্যয়ন কয় “ সঙ্কেতবিদ্যা গুরুবক্তৃগমা" ইহা কি তুষ্ট কখন শুনিস্ নাই। এইরূপে ঐ চিকিৎসকৰ2লকে পৰিত্ৰ ভৎসন করিয়া ঐ ক্লিন্নাক্ষ রোগিকে যথাশান্ত ঔষধ প্রদান করিয়া নীরোগ করিল । - অসদ্ব-শজাত্ত যদি যৎকিঞ্চিৎ জ্ঞানাপন্নও হয় তৰে সে কুৰু দ্ধিই হয় সুবুদ্ধি কদাচ হয় না । ইহার কথা এক নগরে এঙ্ক কফন চোর ছিল তাহার নাম মীরমদন লে ব্যক্তি লোকের যে ৰত্ৰাদি দিয়া শৰকে মৃত্তিকাতে পুতিত সেই ৰাজি চুরি করিয়া পরিবার পোষণ করত কালযাপন করিত । এইরূপে যাৰজ্বৰম সৰ্ব্বলোক ৰিগৰ্হিত ব্যাপার তৎপরতাতে সৰ্ব্বত্ৰ ৰিগীত হইয়া ঐ ব্যক্তি পঞ্চস্বপ্রাপ্ত হইলে পর তৎপুত্র জগগনামে 项