পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুৰোধ চঞ্জিকা । - * ১ কথা । গুজ্জর নগরীতে বৈদূৰ্গা মাণিক্য পদ্মরাগ ইন্দ্রক্ষান্ত চঞ্জকান্তু সুৰ্য্য কান্ত আয়ুসকান্ত মোক্তিক গোমেদক মরকতহীরকাদি নানা রঙ্গজাতির চাতুর্বর্ণাদি গুণাগুণ পরীক্ষক শঙ্খপত্তি স~জ্ঞক মহাধনিক এক মহাজন ছিল। সে বান্ধাকাবস্থাপ্রাপ্ত হইয়া স্বজাতীয় জাৰিক করণার্থে স্বকীয় জ্যেষ্ঠ পুত্রকে আপদভিষিক্ত কপিল। পর্লোডলীমোহমনাম ঐ জ্যেষ্ঠ বণিকৃপুত্ৰ ক্রয়বিক্রয় বিনিময় দানাদানপ্রভৃতি ৰণিক কৰ্ম্ম করিতে লাগিল । এতন্মধ্যে এক বঞ্চক স্বর্ণকার অতুত্তম হীরার ন্যায় এক কল্লিত হীর বিক্রয় করিতে ঐ ৰণিত্পুত্রের নিকটে আইল ৷ লাডলীমোহন ঐ কল্পিত হীরাকে দুলভ হীরকভ্ৰমে লক্ষ মুদ্র মূল্য দিয়া ক্রয় করিয়া ঐ স্বর্ণকারকে বিদায় করিল। তদনন্তর বণিকৃপুত্র ঐ হার লইয়া আপন পিতাকে দেখাইল ও কহিল লক্ষ মুদু দিয়া আমি এই হীরা ক্রয় করিয়াছি। পরে তাহার বাপ সেষ্ট হীরা অবলোকন করিয়া এ হীরক কল্পি ত ইহ মনে অবধারিত করিয়া পুত্রের বজাতীয় জীবিক বাণিজ্য কৰ্ম্মকরণে উৎসাহতঙ্গ শস্কাতে ক্ষতি স্বীকার করিয়াও তনয়ুকে কহিল ওরে বাপু এতদৃশ হীরক অমূল্য রক্ত বহুভাগে প্রাপ্ত হয় তুমি অল্প মূল্যে এ মহারঙ্গ অষ্টিয়াছ তোমার প্রবল অদৃষ্ট গোপন করিয়! অরিষচে এ রঙ্গ রাখ। ধন, ও আয়ুর গোপন করিবেক ইহা নীতিজ্ঞেরা কহিয়াছেন । এতদ্রুপ পিতৃআজ্ঞাতে ঐ বণিকনন্দন সেই হীরককে অতিবড় যস্তনপূৰ্ব্বক নিভৃত স্থানে মঞ্জুষাতে অর্থৎ সিন্দুকে মুদ্রিত করিয়া সম্প্ররক্ষণ করিল। অনন্তর তজ্জনক কিছু দিনের পর লোকাস্তুর গত হইল। মহাজনসন্তান স্বব্যবসায় ক্রয়বিক্রয় করে । ইতোমধ্যে সে দেশের রাজার কোন বিষয়ে এক উত্তম হীরকের আবশ্যক হইল তদৰ্থ সেই ভুপাল স্বদেশে সৰ্ব্বত্ৰ ঘোষণা দেওয়াইলেন যে অত্যুৎকৃষ্ট হীর। যে আমার নিকট আনিয়া উপস্থিত করিৰে সে প্রকৃতমূল্যের দ্বিগুণ মূল্য পাঠৰে। এই ঘোষণা শুনিয়া ঐ সওদাগরকুমার দ্বিগুণ লiভলোভে লোলুপ হইয়া ঐ হার লইয়। ভূপতিসমীপে উপগত হইয়। ষ্ঠাহীকে দেখাইল। ভূপ তাহ দেখিয় রল্লতঙ্গ পরীক্ষকদিগকে দেখিতে দিলেন ভূপ পরীক্ষকের বিবেচনাপূইক বীক্ষণ করিয়৷ ৰুছিল হে মহারাজ এ হীরক কল্পিত বাস্থস্ব নয়। ইহা প্ৰৰণ