পাতা:প্রবোধ চন্দ্রিকা.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro প্রবোধ চন্দ্রিক ; করিয়া মহাজননন্দন স্বয়" পরীক্ষণ করিয়া হীরা অপ্রকৃত বটে এতদ্রুপ নিশ্চয়ে অত্যন্ত অপত্রপাতে অধোগ হইয়! থাকিল। পশ্চাৎ রক্ত পরীক্ষকদিগকে কহিল আমার পিতা ঠাকুর প্রধান রন্স পরীক্ষক ছিলেন তাহ তোমরা সকলেও জান আমি এ হীরক লক্ষস^থ্যকরূপক মূল্য দিয়। ক্রয় করিয়া নিজজনক৫ে দেখাই য়াছিলাম তিনি আপনি দেখিয় এ হীরার অশেষ প্রশ^সা করিয়া সাবধানে বিশেষরূপে স°sস্বাপন করিতে তামাকে আদেশ করিয়া ছলেন আমিও তদবধি এ হারাকে কথন কাহাকেও দেখাহ না, অতিশয় সাবধানে রাশিয়াছি । এঠক্ষণে এ হীর অযথার্থ বুঝা যায় ইহার বীজ কি। ইহাতে সভাস্থ প:ীক্ষফ সকলেই কহিলেন তুমি যখন এ হীরক ক্রয় করিয়াছিল। তখন বুঝি তুমি প্রথম স্বব্যাপারে প্রবর্ত ছিল। অতএৱ তোমার পিতা তোমার ক্রয়বিক্রয় ক্রিয়াতে অধ্যবসায় ভঙ্গ না হয় ও তুমি পরপর নিঃশঙ্ক ও নির্ভয় হওয়া বাণিজ্যকর্মে নির্ভর কর এতদভিপ্রায় লক্ষ মুদুর অপব্যয় অঙ্গীকার করিয়াও তোমাকে অনুযোগ না করিয়1 তোমার উৎসাহবৰ্দ্ধন প্ররোচনা বচন প্রয়োগ করিয়াছিলেন । সদা লোপদুব স্থান বুদ্ধিমন্ত লোকের ত্যাগ করিবে অনাথ স্বয়^ আপলুম হয় এতদৰ্থতাৎপৰ্য্যক বাক্যপ্রবন্ধ কল্পন। এক এনেতে ৰহু কালাবধি অনেক বানর বানরী বাস কjরয়া থাকে সেই অরণ্যে কতকগুলা ক্রকলাসও থাকে। দৈবাৎ এক দিবস সেই কাকলাসেরদের মধ্যে প্রবল ক্রকলাসদ্বয়ের কোন নিমিত্তে বিরোধ হইল আদৰধি প্রায়ঃ প্রতিদিন দুই মারিবার সেই দুই গিরগিট অতিশয় যুদ্ধ করে একতর ক্লান্ত হইয়া পলায়ন যে পর্যন্ত না করে সেপৰ্য্যস্ত বিগ্রহ বিরাম হয় না । এইরূপ ক্রকল সদ্বয়ের কিছু দিন প্রত্যহ কলহ দেখিয়া ঐ মৰ্বটেরদের মধ্যে প্রধান বৃদ্ধ এক শাখায়গ অনাঅন্য বলামুখদিগকে কfং ল ওহে বন্ধুজনের শুন এ স্থানে নিত্য কন্দল হইতে লাগিল অতএব এ বিপিন • রিত্যাগ করিয়া চল সকলে বনস্বরে গিয়া বাস করি নিরুপদ্রুত স্থান ধাসন নাতিৰিশারদেরদের অনুমত। বৃদ্ধ বানরের এই বাক্য শ্রবণ করিয়া কওক বিনীত বানরেরা স্থাকার করিল কতকগুল উদ্ধত কশের উপহাস করিয়া কহিল চালে ফলতি কুষ্ণাগুণ হরিমাতুর্গলে ব্যথা এভ