পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রজাত সংগীত কাদে গ্রহ, র্কাদে তারা, শ্রাস্ত দেহে কাদে রবি, জগৎ হইল শাস্তিহীন । চারিদিক হতে উঠিতেছে আকুল বিশ্বের কণ্ঠস্বর – *জাগো জাগো জাগো মহাদেব, কবে মোরা পাব অবসর – অলজঘ্য নিয়মপথে ভ্ৰমি হয়েছে হে শ্রাস্ত কলেবর ; নিয়মের পাঠ সমাপিয়া সাধ গেছে খেলা করিবারে, একবার ছেড়ে দাও দেব, অনন্ত এ অণকাশ মাঝারে |" জগতের আত্মা কহে কঁাদি “আমারে নূতন দেহ দাও ; প্রতিদিন বাড়িছে হৃদয়, প্রতিদিন বাড়িেেতছে আশা, প্রতিদিন টুটিতেছে দেহ, প্রতিদিন ভাঙিতেছে বল । গাও দেব মরণ-সংগীত পাব মোরা নূতন জীবন ৷” জগৎ কাদিল উচ্চরবে জাগিয়া উঠিল মহেশ্বর, তিনকাল ত্রিনয়ন মেলি হেরিলেন দিক দিগম্ভর ।