পাতা:প্রভাত সংগীত-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাত সংগীত বলাবলি করে, আর ফিরিয়া ফিরিয়া চায়, “প্রণয়ী মোদের ওই দেখলে চলিয়া যায়।” সে অরণ্যে বনস্পতি মহান বিশাল-কায়া, হেথায় জাগিছে আলো, হোথায় ঘুমায় ছায়া । কোথাও বা বৃদ্ধবট— মাথায় নিবিড় জট ; ত্ৰিবলী-অঙ্কিত দেহ প্রকাণ্ড তমাল শাল ; কোথা বা ঋষির মতো অশথের গাছ যত দাড়ায়ে রয়েছে মৌন ছড়ায়ে আঁধার ডাল । মহর্ষি গুরুরে হেরি অমনি ভকতিভরে সসন্ত্রমে শিষ্যগণ যেমন প্রণাম করে, তেমনি কবিরে দেখি গাছেরা দাড়াল কুয়ে, লতা-শুশ্রুময় মাথা ঝুলিয়া পড়িল ভুয়ে । একদৃষ্টে চেয়ে দেখি প্রশাস্ত সে মুখচ্ছবি, চুপি চুপি কহে তারা “ওই সেই । ওই কবি ।” Victor Hugo. "بة والا