পাতা:প্রশস্তিপ্রকাশিকা গ্রন্থঃ - প্রথম ভাগ.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । এতন্নগরস্থ গুণি গণগ্রগণ্য গরোপকারক মখদীক্ষিত বহুবিধান বদ্যবিদ্য বৃন্দোৎসারিত মানসান্ধকার সন্দে। হ সজ্জন নিচয়েয় । • u এ তৎ পূৰ্ব্বে বঙ্গীয় ভযার রাজকৰ্ম্মাদিতে ব্যবহার বিরহজন্য অর্থক ছিলন। এই ছেত্তক গৌড়ীয় মনুষ্যের আলোচনা করণে ন তান্ত অলসযুক্ত ছিলেন এই সূল লিত ভাষার এমত দুৰ্দশ। প্রশয় ীিসুন্দরাজাদিগের न|ब्यूझ চুত হওন কালাবধি হইয়াছে কারণ ভাজাদের কতৃক অনুপকৃত্ৰী জ্ঞানে তাদৃশ প্রচলিত্ব ছিলন। কিন্তু এক্ষণে ভারতবর্ষাধিপতি ই^লণ্ডায় রাজপূরুষদিগের এমত মতি হইয়াছে যে সকল রাজকৰ্ম্ম স্ব২ প্রজার ভাষাতে নিৰ্ব্বাহ, ছইবেক সেই হেৰুক এতদ্বঙ্গ রাজ্যস্থ মহাশয়ের গৌড়ী য় ভাষাকে পুনরর্থকরীদুষ্টে তাহাকে ঘথেষ্ট সমাদর করিতেছেন। তৎকালে এ তাদৃশ মুদ্রাযন্ত্রের প্রচার প্রবল না থাকাতে তৎকালীন গ্রন্থকারকের যে সকল উত্তমে । ভম গ্রন্থ রচনা করিয়াছিলেন তাহা এইক্ষণে প্রায় সুদু স্পাপ্য ইয়াছে অপিচ যদিও দুই একখানিগুস্থ পাওয়৷ যায় তাহ। আধুনিক আত্মসভ্য জ্ঞানি মহাশয়ের অন্যান্য সামান্য বদ্ধগম্য ভাষার ন্যায় উপদেষ্ট বিরহে শীঘু বোধবিষয় না হওয়াতে প্রায় তচ্ছ করিয়৷ থাকেন এব^ তাঙ্কাতে অনেক অপকারের সম্ভবনা ৷ ইহা দৃষ্টি করিয়া কোনখ বিপুল বিদ্যোৎসাহ জনের স্বায় অর্থ ব্যয় পরিশুম স্বীকরণপূর্বক নানদেশীঘ জন নিকর fহতার্থে সাধশব্দ রচিত বিবিধগ্রন্থ প্রকাশ করিয়া কি প্ৰ