পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ջԵս প্রসূতিতন্ত্র। পান করিতে দিবে। ইহা দ্বারা প্রবল অতিসার ও তৃষ্ণ, শূল প্রভৃতি উপসর্গ সকল বিনষ্ট হইয়া থাকে। ইহা পাচক অগ্নিসন্দীপক ও লঘু। ২ । শালপানি, চাকুলে, বৃহতী, কটকারী ও গোস্কুর, বেড়েলা মূল, শুঠ, ধনে,নীলোৎপল ও বেলশুঠ ইচাদের মিলিত ওজন দুষ্ট তোলা, জল একসের ও তক্র একপোয়। পরিমাণে দিয়া পাক করিলে এবং একপোয়। থাকিতে নামাইয়। ঐ কাগ পান করিতে দিলে । ইহা দ্বার। লাতপ্রধান অতিসারের শান্তি হয়। ৩। কঞ্চটক ( কাচড়া ) জামপাতা, দড়িমপাত, পানিফলপাত, বেলশুঠ, বালা, মুত ও শুঠ, প্রত্যেকটা চালি আন পরিমাণে লইয়া যথারীতি কাথ প্রস্তুত করিয়া পান করিতে দিলে । ইহা দ্বারা প্রবল অতীসারের শাস্তি হইয়া থাকে। ৪ । ইন্দ্রযব, দাড়িমছাল, আকনাদি, বেলশুঠ এবং আন অথবা জানের কচিপাত, ইহাদের মধ্যে যাহা সংগ্ৰহ করিতে পারা যায়, বাটিয়া দধি ও চিনির সহিত খাইলে গর্ভিণীর অতিসার ভাল হয়। ১ । “নাগরাতিবিৰামুস্তৈরপব ধন্যনাগরৈঃ । তৃষ্ণাৰ্তাসার-শূলদ্বং পাচনং দীপনং লঘু ॥ ২ । পঞ্চমূলীবল বিশ্বধান্যকোৎপলবিশ্বজঃ । বাতাতিসরিণে দেয়াস্তক্রেণান্যভমেন বা ॥ ৩ । “কঞ্চটজম্বুদাড়িমশৃঙ্গটিকপত্রীবেরম্। জলধরনগরসহিতং গঙ্গামপি বেগিনাং রন্ধ্যাৎ ॥” চক্রদত্তঃ । ৪ । “বৎসকং দাড়িমং পাঠা শুষ্কবিহবলাস্তথা । জম্বাস্ত্রপল্লবশ্চৈব যথালাভেন সত্তম । শর্করা দধিসংযুক্তং স্ত্রণাঞ্চৈবাতিসারকে ।” হারীতসংহিতা ।