পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘H A V প্রাকৃত-ভূগোল । টক। পৃথিবীর প্রাচীন ও নূতন উভয় খণ্ডেই এই সকল পশুর সাম্যত্ব আছে । তৎকারণ বোধ হয়, শীতকালে তত্ৰত্য সমস্ত সমুদ্র জমিয়া গেলে এক খণ্ডের পস্ত অনায়াসে অন্য খণ্ডে গমন করিয়া থাকে ] সমমণ্ডল এক বিশেষ প্রাণিপ্রদেশ, তাহার নিদিষ্ট পশু হিম বা গ্রীষ্মমণ্ডলে প্রচরিত নাই । অধিকন্তু প্রাচীন ও নুতন পৃথ্বৗথণ্ডে এবিষয়ের প্রভেদ আছে। নুতনপৃথিবী-খণ্ডের সমমণ্ডলে যে সকল পশু বৰ্ত্তমান আছে, তাহার কিছুই প্রাচীন-পৃথিবী-খণ্ডে প্রাপ্য নহে। গ্রীষ্মমণ্ডল চারি প্রাণিপ্রদেশে বিভক্ত ; ১, ভারতবর্ষ; ২, অফরিকার মধ্যদেশ ; ৩, দক্ষিণামরিকার উত্তরভাগ , ৪, ভারত-সামুদ্রিক-দ্বীপবৃহ। স্থিরসমুদ্রের পাপুয়া, নুতনগিনি, প্রভৃতি দ্বীপব্যুহ এক বিশেষ প্রাণিপ্রদেশ ; ততঃপর অস্ত্রেলিয়া-দ্বীপ, তদনন্তর অ ফিরিকার দক্ষিণভাগ, অবশেষ দক্ষিণামরিকার দক্ষিণ-ভাগ ও পৃথক ২ প্রাণিপ্রদেশ । এই সকল প্রাণিপ্রদেশের প্রত্যেকে বিশেষ ২ পশু পক্ষী নিদিষ্ট অাছে। ঐ সকল পশুপক্ষীদিগের খাদ্য দ্রব্য তত্ত্বদেশেই উত্তমরূপে জন্মে, এবং তথায়ই তাহাদের দেহযাত্রা পরিপাটীরূপে সম্ভৰে ; সুতরা^ তাহার এক দেশ ত্যাগ করিয়া অন্যত্র গমন করে না ; পরন্তু উভয়ের প্রাকৃত ধৰ্ম্ম তুল্য হইলে বা ঈষন্মাত্র ভিন্ন হক্টলেও একদেশের পশুপক্ষী অন্যদেশে লইয়া গেলে তথায় অনায়াসে নিবাস করিতে পারে। যে সকল প্রাণিপ্রদেশ নির্দিষ্ট হইল তন্মধ্যে অন্ত্রেলিয়া সৰ্ব্বাপেক্ষায় বিস্ময়জনক | তথাকার পশু অপর