পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবভেদ । እ <) ዓ সকল পশুহক্টতে পৃথক। অনেক প্রাণিতত্ত্বজ্ঞের বিশ্বাস ছিল যে চতুষপদ পশুমাত্রেষ্ট জরাযুক্ত এব৯ স্তন্যজীবী, কিন্তু অস্ত্রেলিয়ায় তাহার বিপৰ্য্যয় দৃষ্ট হইতেছে। তথায় কতকগুলি পশু আছে তাহারা মাতৃগর্ভহইতে অণ্ডাকারে প্রসবিত হইয়া কিয়দিন পরে স্ব ২ প্রকৃত দেহ প্রাপ্ত হয় ; কদাপি স্তন্য পান করে না । তথায় অপর কতকগুলি চতুষপদ পশু আছে, যাহারণ মা^সপিণ্ডবৎ অপ্রকৃত-দেহবিশিষ্ট শাবক প্রসব করত যে পৰ্য্যন্ত তাহ প্রকৃতাবস্থা না প্রাপ্ত হয় তদবধি উদরের নিকটস্থ এক কোষমধ্যে ধারণ করে ; ফলতঃ তাহাদিগের দুষ্ট গভ আছে বলিলে বলা যায় । এষ্ট দ্বিগৰ্ভ-পশুর মধ্যে কঙ্গারু-পশু প্রধান | দক্ষিণামরিকায় অপোসম-নামক এক পশু আছে, তদ্ভিন্ন আমরিক বা ইউরোপ বা আফরিকার কোন স্থানে আর দ্বিগৰ্ভ-পশু নাই । দেশ-ভেদে যে প্রকারে জীবজাতির ভিন্নত হয়, উচ্চতা ভেদেও তদ্রুপ ঘটিয়া থাকে। মা^সাদ পক্ষী-সকল প্রায়ঃ অতি উচ্চ স্থানে বসতি করে। দক্ষিণামরিকায় কণ্ডোর-শকুনা ১১,০০০ হস্ত উচ্চ স্থানে ভুমণ করিয়া থাকে। তথাকার অন্যান্য শকুনী ও বাজও প্রায়ঃ তদ্রুপ । ইউরোপ এবণ অাশিয়া খণ্ডে অনেক মাPNসাদ পক্ষী উচ্চ পৰ্ব্বতে বাস করে। হ^সেরা জলপ্রিয়, সুতরাণ অতি উচ্চে তাহাদের গমন নাই। তৃণজীবী-পস্তমধ্যে মেষ, প্রধানতঃ ছাগ, এবণ চমরি-গো অতি উচ্চ পৰ্ব্বতবাসী । শেষোক্ত পশু প্রায়ঃ চিরনীহারাবৃত স্থানে বাস করিয়া থাকে ; ঈষদ-উষ্ণস্থানে আনীত হইলেই তৎক্ষণাৎ মরিয়া যায়।