পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমির তুস বৃদ্ধি। ○s) নদীর উভয় পাশ্বে ভরি ২ অনিষ্ট ঘটিতেছে। অপর দামোদর নদের প্রবল বেগ অবরুদ্ধ হইতে পারে এমত সুদৃঢ় বাধ প্রায়ঃ নিৰ্ম্মিত হয় না ; একারণ বন্ন্যায় তাহার কোন ২ স্থান ভগ্ন হষ্টয়া আনিষ্টের বৃদ্ধি করে । তথায় ঐ অকৰ্ম্মণ্য বাধ থাকা অপেক্ষ না থাকাই শ্ৰেয়ঃ ; কারণ অধূনা যে ২ স্থানে বাপ ভগ্ন হয় তদ্বারা নদের উদ্ধৃত্ত সমস্ত জল ৮। ১০ হস্ত উচ্চ হইয় গ্রামাদিতে প্রবেশ করত একেবারে সমস্ত উৎসন্ন করিয়া ফেলে ; বাধ না থাকলে সেই জল নদের উভয়-পাশ্ব দিয়া সৰ্ব্বত্র বিস্তৃত হইয়া যাক্টত ; গ্রামাদি উচ্চ-স্থান এক হস্ত জলমগ্নও হইত না; সুতরা^ কৃষকদিগের গৃহ-সকলও ভাসিয়া যাইত না, ও অধুনা যে প্রকার অনিষ্ট হইয়া থাকে, তদ্রুপ অনিষ্টও ঘটিত না । ক এক বৎসর হইল কোস্লানির নিযোজিত প্রস্তাবিতবিসয়ে পার দশী কএক জন সাহেব নানাবিধ অনুসন্ধান করণানন্তর কোয়ানিকে পরামর্শ দিয়াছিলেন, যে দামোদরের উভয-পাশ্বে যত বাধ আছে তৎসমুদায় ভয় করিয়া দেওয়া কৰ্ত্তব্য ; তাহা হইলে এই ক্ষণে যে প্রকার এক ২ স্থানে বাপ ভাঙ্গিয়া অত্যন্ত অনিষ্ট ঘটিয়া থাকে, তাহ। অণর হইবেক না, দেশের সৰ্ব্বত্রই কিঞ্চিৎ জল বৃদ্ধি হইবেক, কুত্ৰাপি গৃহাদি বিলুপ্ত হইবেক না। ক্ষণভঙ্গুর অকৰ্ম্মণ্য বাধ নিৰ্ম্মাণ করণ:াপেক্ষা এ পরামর্শ শ্রেয়স্কর বটে ; পরন্তু উত্তম বাধ প্রস্তুত করা অসাধ্য নহে, অতএব এতদ্বিষয়ে রাজপুরুষদিগের মনোধোগী হওয়া বিশেষ আবশ্যক । ভূমি উৎপাদন করণে স্রোতের যে প্রকার ক্ষমতা ভূমি