পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o প্রাকৃত ভূগোল । উনমূল করণেও তৎক্ষমতা তাদৃশী । সমুদ্র বা নদীর তরঙ্গ বহুকাল উচ্চ তটে বেগে আহত হক্টতে থাকিলে ঐ তটের মূল ক্রমশঃ গলিয়া যায়, ও তাহা দুৰ্ব্বল হইতে থাকে, অবশেষে ঐ তট ভগ্ন হইয়। জলসাৎ হয় ; বিশেষতঃ ঐ তটের উপরিভাগে সুদৃঢ় প্রস্থর ও নিম্নে মুক্তিক বা অদৃঢ় ও জলে সত্বরে গলনায় প্রস্তর থাকিলে এই ঘটনা অতি শীঘুই সম্ভৰে । অপর এবস্ত্রকারে তট একবার ভগ্ন হইলেই ঐ স্থানে আপদের শেষ হয় না। ভয়-তটের মৃত্তিক অতি শীঘুই ধৌত হইয়া যায়, এবণ অবশিষ্ট তটের মূল গলিতে আরব্ধ হয়। এই প্রকারে ক্রিমিয়াদেশের তট অনেক-দূর-পৰ্য্যন্ত সমুদ্রবেগে ভগ্ন হইয়া গিয়াছে। নদীতটে এই ঘটনা সৰ্ব্বদাই দুটি হঠয় থাকে । পৰ্ব্বত-শৃঙ্গ-সকলও এই প্রকারে অহরহঃ ভয় হইয়া পড়ে। হিমালয়-পৰ্ব্বতে ভুমণকারি মহাশয়ের কহিয়াছেন, যে হিমালয়ের উপত্যক-মধ্যে এই ঘটনা অহরহঃ ঘটিয়ণ থাকে, এব^ ঐ ভগ্ন পৰ্ব্বত-খণ্ড কখন কাহার মসকে পড়িবেক, এই আশঙ্কা তত্ৰত্য পথিকদিগের মনে সৰ্ব্বদাই জাগ্রত থাকে । সমুদ্রের তট উচ্চ হইলে ভগ্ন হষ্টয়া পড়িবার আশঙ্কা, কিন্তু নিমু হইলেক্ট নিতান্ত নির্বিঘ্ন হয় না , তাহাতেও অনেক অাপদের সম্ভাবনা অাছে । বলবৎ বাড়ের সময় সমুদ্র-তরঙ্গ অতি উত্তাল হইয়া উত্থিত হওত তটস্থ সমস্ত গ্রামাদি প্লাবিত করিতে পারে। অপর প্রত্যহ জোয়ারের সময়ে সমুদ্র-জলে বালুক আনিয়া তটে নিক্ষিপ্ত করে ; ভাটার সময়ে ঐ বালুক শুস্ক হইয়া সমুদ্র-বায়ু-সহকারে তট