পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । సి(t উপবেশন করিয়া দক্ষিণ দিকে মুখ ফিরাইয়া আছেন । পঞ্চম প্রকারের মুদ্রায় প্রথম দিকে আসনে উপবিষ্ট উৰ্দ্ধবাহু রাজার মূৰ্ত্তি আছে২ । এতদ্ব্যতীত ছবিক্ষের কতকগুলি দুপ্রাপ্য তাম্র মুদ্রা কানিংহাম কর্তৃক সংগৃহীত হইয়াছিলণ্ড । হুবিন্ধের পরে বাসুদেব ( Bazdeo বা Hazodeo ) কুষণ সাম্রাজ্যের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন । এই সময় হইতে কুষণ সাম্রাজ্যের অবনতি আরব্ধ হইয়াছিল। মথুরা ব্যতীত অপর কোন স্থানে বাসুদেবের খোদিত-লিপি আবিষ্কৃত হয় নাই, এবং কোন খরোষ্ঠী-লিপিতে বাসুদেবের উল্লেখ পাওয়া যায় ন}৪ ইহা হইতে অনুমান হয় যে, সেই সময়ে উত্তরাপথের পশ্চিমাংশ এবং আফগানিস্তান কুষণ রাজগণের হস্তচু্যত হইয়াছিল। কুৰ্ম্মণাব্দের ৭৪ বর্ষ হইতে ৯৮ বর্ষ পর্যন্ত কালের মধ্যে উৎকীর্ণ মথুরায় আবিষ্কৃত শিলালিপি সমূহে বাসুদেবের নামের উল্লেখ দেখিতে পাওয়া যায়? । হুবিস্কেব ৪ বাসুদেহের এক প্রকার তাম্র মুদ্রায় ব্রাহ্মী লিপির ব্যবহার দেখিতে পাওয়া যায়। হুবিক্ষের মুদ্রায় ‘গণেশ” ৬ এবং বাসুদেবের মুদ্রায় তাহার নামের আদ্যক্ষরদ্ধয় লিখিত আছে। বাসুদেবের সুবর্ণ মুদ্রায় কেবল মহাদেবের ও নানার মূৰ্ত্তি দেখা যায় । এই সকল মুদ্রায় একদিকে অগ্নির বেদার সম্মুখে দণ্ডায়মান শিরস্ত্রাণ ও مسدسمب-در (>) Ibíd., pp. 205- o6, Nos. 203 --o5 : H. M. C., Vol. I, pp. 83-- 84, Nos, 64--76. - (*) P. M. C., Vol. I, p. 206, No. 206. (9) Ibid, p. 207. (8) Indian Antiquary, 1908, pp. 67–68. (*) Epigraphia indica, Vol. X., App, pp. 1215, Nos, 60-77, (*) I, M. C., Vol. I, p. 8t, Nos, 46. (*) P. M. C., Vol. 1, p. 214, Nos, xii. (*) Ibid, pp. 208-09, Nos, 209--15 ; B, M, C., p. 159.