পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So S প্রাচীন মুদ্রা। অযোধ্যায় আবিষ্কৃত হইয়াছে, এইজন্তই ইহার অযোধ্যার রাজা বলিয়া পরিচিত। ইহাদের মুদ্রায় কেবল ব্রাহ্মী অক্ষরের ব্যবহার দেখিতে পাওয়া যায় । যুক্ত-প্রদেশে আলমোরা জেলায় মিশ্রধাতু নিৰ্ম্মিত এক নূতন প্রকারের মুদ্রা আবিষ্কৃত হইয়াছে, ইহা অন্তান্ত ভারতীয় মুদ্রা অপেক্ষাও গুরুভার এবং ইহাতে ব্রাহ্মী অক্ষরে শিবদন্তু ও শিবপালিত নামক রাজদ্বয়ের নাম দেখিতে পাওয়া যায় ১ । কতক গুলি মুদ্রায় “মহরজস অপলাতস” লিখিত আছে ২ । কেহ কেহ অনুমান করেন যে, ইহা প্রাচীন অপরাস্ত দেশের মুদ্রা, কিন্তু অপলাত কোন ব্যক্তি বিশেষের নাম হইলেও হইতে পারে। মধ্য-প্রদেশে সাগর জেলায় ইরাণ নামক স্থানে এক প্রকার প্রাচীন তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। অধ্যাপক রেপসনের মতান্থসারে এই জাতীয় মুদ্রা প্রাচীন পুরাণ এবং নুতন প্রকারের ছাচে মুদ্রাঙ্কিত মুদ্রার মধ্যবৰ্ত্তী ৩। এই সকল মুদ্রায় সময়ে সময়ে ব্রাহ্মী লিপি দেখিতে পাওয়া যায়। কতকগুলি তাম্র মুদ্রায় ব্রাহ্মী অথবা খরোষ্ঠী অক্ষরে “রাজ্ঞ জনপদস” লিখিত থাকে ৪ । ইহার অর্থ অদাপি স্থির হয় নাই। খ্ৰীযুক্ত স্মিথ অনুমান করেন যে, “রাজ্ঞ” শব্দের প্রকৃত পাঠ “রাজঞ” অর্থাৎ “ক্ষত্ৰিয়” । । বরাহ-মিহিরের বৃহৎ-সংহিতায় গান্ধার (3) Indian Coins, pp. 10–11. (R) Coins of Ancient India, pp. 103–04. (*) Indian Coins, p. 11. ‘. . (s) Ibid, p. 12. {e} i. M. C., Vol. 1, pp. 79-৪০, এই জাতীয় এক প্রকার যুদ্রাহ্ম ব্রাহ্মী ও থরোক্ট অক্ষরের ব্যবহার দেখিতে পাওয়া যায় । r