পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ পরিচ্ছেদ । e { ও যৌধেয় জাতির সহিত রাজন্য জাতির উল্লেখ আছে। ১ কতকগুলি ছাঁচে ঢালাই তাম্র মুদ্রায় ব্রাহ্মী অক্ষরে “কাড়স” লিখিত থাকে বুলর অনুমান করিয়াছিলেন যে, “কাঢ” বা “কাল” কোন ব্যক্তি বিশেষের নাম ’ । প্রাচীন কৌশাম্বীর ধ্বংসাবশেষ মধ্যে বহু ছাঁচে ঢালাই তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়া থাকে। এই সকল মুদ্রার কতকগুলিতে লিপি নাই ৪ । যুক্ত-প্রদেশে এলাহাবাদ জেলার পভোসা (প্রাচীন প্রভাস ) গ্রামের নিকট প্রভাস পৰ্ব্বতে একটি গুহার মধ্যে শিলালিপিতে রাজা গোপালিপুত্র বহুসতিমিত্রের উল্লেখ আছে ৫ ধেগুলিতে লিপি আছে, তাহাতে বহুসতমিত্র, অশ্বঘোষ, পবত ও জেঠমিত্র প্রভৃতি রাজগণের নাম দেখিতে পাওয়া যায় মথুরার ধ্বংসাবশেষ মধ্যে গ্ৰীক ও শকরাজগণের মুদ্রার সহিত বহু প্রাচীন তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই সকল মুদ্রায় বলভূতি, পুরুষদত্ত, ভৰদত্ত, উত্তমদত্ত, রামদত্ত, গোমিত্র, বিষ্ণুমিত্র, শেষদত্ত, শিশুচন্দ্রদত্ত, কামদত্ত, শিবদত্ত, ব্রহ্মমিত্র এবং বীরসেন ৭ প্রমুখ রাজগণের নাম (১) গান্ধীর যশোবতি হেমতালরাজ গুখচরগব্যাশ । যৌধেয়দাসমেয়াঃ তামাকা: ক্ষেমধুৰ্বাশ্চ । —gs, arfosi, 8 sovo; ; Kern's Edition, p. 92. (R} Coins of Ancient india, p. 62. (*) Indian Coins, p. 12. (9) Coins of Ancient india, p. 73 f8) Epigraphia Indica Voi. II, p. 242. (o) Ibid, pp. 74--75 : 1. M. C., Vol. I, p. 135, Nos. 1-4. (*) Ibid, pp. 192–94; Coins of Ancient India, pp. 87-89, BBDDD BD BBBB BB BBB BB BBBB DDD DD S DDD একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। ইহা খৃষ্ট পূর্ব প্রথম শতাব্দীর অঞ্চয়ে ës**t-Epigraphia indica, Vol. XI, p. v« i > . . .”