পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; সপ্তম পরিচ্ছেদ । >○○ ঐচন্দ্রগুপ্ত:" লিখিত আছে । দ্বিতীয় বিভাগের মুদ্রায় ইহার পরিবর্তে উপগীতি ছনে ক্ষিতিমবজিত্য সুচরিতে দিবং জয়তি বিক্রমাদিত্যঃ লিখিত আছে । চতুর্থ প্রকারের মুদ্র সিংহঘাতী রাজমূৰ্ত্তিযুক্ত। ইহাতে চারিটি বিভাগ আছে । প্রথম বিভাগের মুদ্রায় একদিকে ধনুঃশর হস্তে সিংহহন্ত রাজমূৰ্ত্তি ও অপরদিকে সিংহপৃষ্ঠে উপবিষ্ট অম্বিকাদেবীর মূৰ্ত্তি আছে। প্রথম দিকে রাজমুক্তির চতুদিকে বংশস্থবিল 琛而一 নরেন্দ্রচন্দ্র প্রথিত ( গুণ ) দিবং জয়তাজেয়ো ভূবিসিংহধিক্রমঃ এবং অপরদিকে “সিংহ-বিক্রমঃ” লিখিত আছে । এই বিভাগের মুদ্রার আটটি উপবিভাগ আছে। প্রথম উপবিভাগে একদিকে দক্ষিণ পাশ্বে রাজার মূৰ্ত্তি ও অপরদিকে অম্বিকাদেবীর হস্তে ধান্তের (?) শীর্ষ আছে । দ্বিতীয় উপবিভাগের মুদ্রায় দেবীর হস্তে ধান্তশীর্ষের পরিবর্তে পদ্ম আছে । এই দুই উপবিভাগে দ্বিতীয় দিকে সিংহটি ভূমিতে উপবেশন করিয়া আছে, কিন্তু তৃতীয় উপবিভাগে সিংহ অম্বিকাদেবীকে পুণ্ঠে লইয়া দক্ষিণ দিকে গমন করিতেছে । চতুর্থ উপবিভাগের মুদ্রায় প্রথম দিকে রাজা দক্ষিণ (5) Ibid, (*) Allan, B. M. C., pp. 35-37, Nos. 1o3-o8 : 1. M. C., Vol. 1, p. Ho9, No. 55. (*) Allan, B. M. C., p. 38. (8) Ibid, Nos. iog-io. (*) Ibid, p. 39, Nos. 1 1 1-12, (*) Ibid, p. 40 : I. M. C., Vol. 1, p. 108, No, 49,