পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২ প্রাচীন মুদ্রা । । করিয়াছিলেন ১ । দ্বিতীয় দামজদন্ত্রর ক্ষত্রপ উপাধিযুক্ত মুদ্রায় ১৫৪৫৫ শকাব্দের উল্লেখ আছে ১ । দামসেনের চারি পুত্রের মুদ্র আবিষ্কৃত হইয়াছে। তন্মধ্যে বীরদামের মুদ্রায় কেবল ক্ষত্রপোপাধি দেখিতে পাওয়া যায়। এই সকল মুদ্রায় ১৫৬ হইতে ১৬০ শকাব্দের উল্লেখ আছে । ১৫৮ হইতে ১৬১ শকাব্দের মধ্যে ঈশ্বরদত্ত নামক ভিন্ন বংশীয় কোম রাজা রজত মুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । এই সকল মুদ্রায় তাহার মহাক্ষত্রপ উপাধি এবং তারিথের জন্য রাজাঙ্কের ব্যবহার দেখিতে পাওয়া যায়—যথা, “রাজ্ঞে মহাক্ষত্রপস ঈশ্বরদত্তল বর্ষে প্রথমে” অথবা “বর্ষে দ্বিতীয়ে” ও । ঈশ্বরদত্ত সম্ভবতঃ আভীরজাতীয় ছিলেন ৪ । দামসেনের দ্বিতীয় পুল প্রথম যশোদাম ঈশ্বরদত্তের সহিত একই সময়ে রাজ্যাধিকার লাভ করিয়াছিলেন । তাহার মুদ্রাসমূহে “ক্ষত্রপ’ এবং “মহাক্ষত্রপ” উভয় প্রকারের উপাধিই দেখিতে পাওয়া যায় । এই সকল মুদ্রায় ১৬৯ ও ১৬১ শকাব্দ তারিখ প্রদত্ত হইয়াছে যশোদামের পরে দামসেনের তৃতীয় পুল্ল বিজয়সেন সোরাষ্ট্রের অধিকার লাভ করিয়াছিলেন। বিজয়সেনের মুদ্রায় “ক্ষত্রপ” এবং “মঙ্গক্ষত্রপ” উভয় উপাধিই দেখিতে পাওয়া যায়। এই সকল মুদ্রায় ১৬০ হইতে ১৭২ শকাব্দ তারিখ প্রদত্ত হইয়াছে ৬ । বিজয়সেনের পরে দামসেনের চতুর্থ পুত্র তৃতীয় দামজদী সৌরাষ্ট্রের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। ইহার মুদ্রায় কেবল “মহাক্ষত্রপ” উপাধির ব্যবহার দেখিতে পাওয়া যায় এবং (s) Ibid, pp. 1 15-16, Nos. 42 1-25. (*} Ibid, pp. 1 17-21, Nos. 426--59. (o) Ibid, pp. 124-25, Nos. 472-79. (s) Ibid, p. cxxxiii. (e) Ibid, pp. 126-28, Nos, 480-87. (e) Ibid, pp. 129--36, Nos. 388-555.