>守や প্রাচীন মুদ্রা। আছে ১ তাহ অবিকল এই জাতীয় মুদ্রার লিপির অক্ষরের ন্যায় ২। প্রত্ন-লিপিতত্ত্ব অনুসারে এই জাতীয় মুদ্রা এবং শিলালিপি খৃঃ পূৰ্ব্ব দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগে নিৰ্ম্মিত ও উৎকীর্ণ হইয়াছিল। স্বৰ্গীয় পণ্ডিত ভগবানলাল ইন্দ্রজী তৎকর্তৃক সংগৃহীত মুদ্রাসমূহ মৃত্যুকালে লণ্ডনের ব্রিটিশ মিউজিয়মে প্রদান করিয়াছিলেন । এই সকল মুদ্রার মধ্যে দুইপ্রকার মুদ্রা পাওয়া যায় । এই সকল মুদ্রার লিপির যে অংশ পাঠ করিতে পারা গিয়াছে তাহা হইতে বুঝিতে পার যায় যে, এইগুলিও অন্ধু রাজগণের মুদ্রা । প্রথম প্রকারের মুদ্র ঈরাণের প্রাচীন মুদ্রার অনুরূপ ৩। কানিংহাম্ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, এই জাতীয় মুদ্র প্রাচীন বিদিশানগরীর (বর্তমান নাম বেস্নগর ) ধ্বংসাবশেষমধ্যে এবং বেস ও বেতোয় নদীর মধ্যস্থ ভূভাগে আবিষ্কৃত হইয়া থাকে ৪ । এইজন্য অধ্যাপক রেপসন অনুমান করেন যে এই গুলি পূৰ্ব্বমালবের মুদ্রা । এই প্রকারের মুদ্রায় চারিটি বিভাগ আছে। প্রথম বিভাগের মুদ্রা পোটিন-নিৰ্ম্মিত । ইহাতে একদিকে বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ, উজ্জয়িনীনগরের চিহ্ন, নন্দিপাদ-চিহ্ন এবং স্তুর্য্যের চিহ্ন আছে। দ্বিতীয় দিকে হস্তিমূৰ্ত্তি ও স্বস্তিক চিহ্ন আছে ৬। দ্বিতীয় বিভাগের মুদ্রায় প্রথম দিকে হস্তীর মূৰ্ত্তি ও অপরদিকে বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ এবং উজ্জয়িনীনগরের চিহ্ন আছে । এই বিভাগের মুদ্র তাম্র-নিৰ্ম্মিত ৭ । {5} Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, Vol XIII, p. 311. (*) Rapson, B. M. C. p. xciii. (*) lbid, p. xcv. {8) Cunningham's Coins of Ancient India, p. 99. («) Rapson, B. M. C. p. xcv. (o) Ibid, p. 3, Nos. 5-6. (*) Ibid, No. 7.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯৮
অবয়ব