নবম পরিচ্ছেদ । ›ዓጫ তৃতীয় বিভাগের মুদ্রায় প্রথমদিকে সিংহ মূৰ্ত্তি ও নন্দিপাদ-চিহ্ন এবং দ্বিতীয় দিকে বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ ও উজ্জয়িনীনগরের চিহ্ল আছে । এই জাতীয় মুদ্র ও তাম্র-নিৰ্ম্মিত ১ । চতুর্থ বিভাগের মুদ্রা পোটিন-নিৰ্ম্মিত। ইহাতে প্রথমদিকে সিংহমূৰ্ত্তি ও স্বস্তিক চিহ্ন আছে এবং ব্রাহ্মী অক্ষরে “রঞোসাতকংলিস বিপরীত দিকে লিখিত আছে। দ্বিতীয় দিকে নন্দিপদ চিহ্নের মধ্যে উজ্জয়িনীনগরের চিহ্ন এবং বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ আছে । এই চারি বিভাগের মুদ্রাই চতুষ্কোণ। দ্বিতীয় প্রকারের মুদ্রায় দুটিই বিভাগ আছে । প্রথম বিভাগের মুদ্রায় একদিকে হস্তিমূৰ্ত্তি, শঙ্খ ও উজ্জয়িনীনগরের চিহ্ন আছে। দ্বিতীয় দিকে বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ আছে। এই জাতীয় মুদ্র পোটিন-নিৰ্ম্মিত ও গোলাকারও । দ্বিতীয় বিভাগের মুদ্র তাম-নিৰ্ম্মিত ও চতুষ্কোণ, এতদ্ব্যতীত ইহা প্রথম বিভাগের মুদ্রার স্ত্যায় ৪ । o ভিন্ন ভিন্ন সময়ে অন্ধ রাজগণের অধিকার ভিন্ন ভিন্ন প্রদেশে বিস্তৃত ছিল, এইজন্য ভিন্ন ভিন্ন অন্ধ রাজগণের বহু ভিন্ন ভিন্ন প্রকারের মুদ্রা আবিষ্কৃত হইয়া থাকে। যখন যে যে প্রদেশ অন্ধ রাজগণের অধিকারভুক্ত হইত তখন অন্ধ রাজগণ সেই সেই প্রদেশের মুদ্রার অনুকরণে মুদ্রাঙ্কন করাইতেন। খৃঃ পূৰ্ব্ব দ্বিতীয় শতাব্দীতে মালবদেশ বোধ হয় অন্ধু রাজগণের অধিকারভুক্ত ছিল। সেই জন্তই মালবে আবিষ্কৃত “ঐসাতের” নামাঙ্কিত মুদ্রা মালবের প্রাচীন মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত হইয়াছিল। ঐসাতের নামাঙ্কিত মুদ্র দ্বিবিধ। প্রথম প্রকারের মুদ্রায় হস্তী এবং (>} ibid, p. 4, No. 8. (*) Ibid, Nos. 9-1 1. (2) Ibid, pp. 17-19, Nos. 59-75. (4) Ibid, p. 19, No. 87.
- ९