পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ >br> করেন । এই সকল মুদ্রা সম্ভবতঃ খৃষ্টাব্দের প্রারম্ভ হইতে খৃষ্টীয় তৃতীয় শতাব্দীর শেষভাগ পর্য্যন্ত প্রচলিত ছিল। পাণ্ডারাজগণের লাঞ্ছন যুগলমৎস্ত মূৰ্ত্তিযুক্ত একপ্রকার সুবর্ণ মুদ্ৰা আবিষ্কৃত হইয়াছে। মুদ্রাতত্ত্ববিদগণ অনুমান করেন যে, এই জাতীয় মুদ্রা খৃষ্টীয় সপ্তম হইতে দশম শতাব্দী পর্যন্ত প্রচলিত ছিল । খৃষ্টীয় একাদশ শতাব্দীতে পাণ্ডাদেশ চোলরাজগণ কর্তৃক বিজিত হইয়াছিল, সেইজন্ত এই সময়ের তাম্র মুদ্রায় পাগু্যরাজগণের লাঞ্ছন যুগল-মৎস্তমূৰ্ত্তির সহিত চোলরাজগণের লাঞ্ছন ব্যাঘ্ৰমূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়ত । বৰ্ত্তমান মহীশূরের পশ্চিমাংশ পূৰ্ব্বকালে কোজুদেশ নামে পরিচিত ছিল । মুদ্রাতত্ত্ববিদগণ অনুমান করিয়া থাকেন যে, ধমুযুক্ত দক্ষিণাপথের সুবর্ণ এবং তাম্র মুদ্র এই প্রদেশের মুদ্রা । হস্তিমূৰ্ত্তিযুক্ত গজপতি পাগোড়া নামে পরিচিত আর এক প্রকার সুবর্ণমুদ্রা এই দেশের মুদ্রা বলিয়া পরিচিত কাশ্মীররাজ হর্ষদেব এই জাতীয় মুদ্রার অনুকরণে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন ৬ চন্দ্রগিরি ও কুমারিকা অন্তরীপের মধ্যস্থ ভূভাগ প্রাচীনকালে কেরল নামে পরিচিত ছিল। প্রাচীনকালে কেরলরাজগণের নামযুক্ত সুবর্ণমুদ্রা প্রচলিত ছিল। এই জাতীয় একটিমাত্র (3) Indian Coins, p. 35 {R} Ibid, p. 36. (9) Ibid. (9) Ibid. (*) V. A. Smith, Catalogue of Coins in the Indian museum, Vol 1, p. 318. No. 1. {e) দক্ষিণাত্যীভবাস্তঙ্গি: প্রিয়া তস্ত বিলাসিনঃ। কর্ণাটাপু গুণষ্টঙ্কস্তুতন্তেন প্রবর্তিতঃ। রাজতরঙ্গিণী--সপ্তমতরঙ্গ ৯২৬ ।