পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম পরিচ্ছেদ । b^లి সাহসময়, নিঃশঙ্কমল্প, ধৰ্ম্মাশোক এবং ভূবনৈকবাহুর তাম্র মুদ্রা এই জাতীয় ১ । পল্লবগণ চোড়মগুলের নিকটবৰ্ত্তী ভূভাগে বাস করিতেন। তাঁহাদিগের প্রাচীন মুদ্রা অন্ধু রাজগণের মুদ্রার অনুরূপ। ইহাতে একদিকে বৃষ ও অপর দিকে বৃক্ষ, অর্ণবপোত, তারকা, কঙ্কট অথবা মৎস্ত দেখিতে পাওয়া যায় ২। পল্লবদিগের মুদ্রায় অর্ণবপোত দেখিয়া মুদ্রাতত্ত্ববিদগণ অনুমান করেন যে, তৎকালে পল্লবগণ বাণিজ্যাৰ্থ বিদেশে গমন করিতেন । পল্লবগণের পরবর্তীকালের মুদ্র মুবর্ণ এবং রজত উভয় ধাতুতেই মুদ্রাঙ্কিত হইত। ইহাতে পল্লবরাজগণের লাঞ্ছন সিংহমূৰ্ত্তি ও সংস্কৃত অথবা কানাড় ভাষায় লিপি দেখিতে পাওয়া যায় ৩ । খৃষ্টীয় সপ্তম শতাব্দীর পরে চালুক্যবংশীয় রাজগণের অধিকার দুই ভাগে বিভক্ত হইয়াছিল। পূৰ্ব্বদিকের চালুক্যরাজগণ কৃষ্ণা ও গোদাবরী নদীর মধ্যবর্তী ভূভাগে রাজত্ব করিতেন এবং পশ্চিমদিকের চালুকারাজগণ দক্ষিণাপথের পশ্চিমাংশ অধিকার করিয়াছিলেন। উভয় শাখার রাজগণের মুদ্রায় চালুক্যবংশের লাঞ্ছন বরাহমূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় পশ্চিম দিকের চালুক্যরাজগণের মুদ্র গুরুভার, মুবর্ণ নিৰ্ম্মিত এবং সম্ভবতঃ গোয়ার কাদম্ববংশীয় রাজগণের পদ্মটঙ্কা নামক সুবৰ্ণ মুদ্রার অনুকরণ । কলিকাতার চিত্রশালায় জগদেকমল্ল অর্থাৎ দ্বিতীয় জয়সিংহের সুবর্ণমুদ্র রক্ষিত আছে পুৰ্ব্বদিকে অর্থাৎ বেঙ্গীর চালুক্যরাজগণের সুবর্ণ রজত এবং তাম্র এই তিন প্রকারের (*) I. M. C. Vol. I, pp. 327–30. (*) Indian Coins, p. 37. (9) Ibid. (b) Ibid. (8) I, M. C. Vol. I, p. 313, Nos. 1-9