পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br8 প্রাচীন মুদ্রা। মুদ্র আবিষ্কৃত হইয়াছে ১ । বিষমসিদ্ধি অর্থাৎ কুজবিষ্ণুবৰ্দ্ধনের রজত মুদ্র কলিকাতার চিত্রশালায় রক্ষিত আছে ২ । বিশাখপত্তন জেলায় য়েল্লমঞ্চিলি নামক স্থানে বিষ্ণুবৰ্দ্ধনের কতকগুলি তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছিল ৩ । এই বংশের চালুক্যচন্দ্র বা শক্তিবৰ্ম্মার কতকগুলি সুবর্ণ মুদ্র আরাকানের উপকূলে চেম্বুবা দ্বীপে আবিষ্কৃত হইয়াছে ৪ । এই মুদ্রাগুলি অতি স্বক্ষ সুবর্ণ পত্রে মুদ্রিত এবং ইহাতে রাজ্যাঙ্ক লিখিত থাকে । গোয়ার কাদম্ববংশীয় রাজগণের সুবর্ণমুদ্রায় মধ্যস্থলে একটি পদ্ম দেখিতে পাওয়া যায়, এই জন্ত এই জাতীয় সুবর্ণমুদ্রা পদ্মটঙ্কা নামে অভিহিত ইলিয়ট ( Elliott ) এই সমস্ত মুদ্রা খৃষ্টীয় পঞ্চম অথব: ষষ্ঠ শতাব্দীর মুদ্রা বলিয়া অনুমান করেন ৬ । কিন্তু মুদ্রাতত্ত্ববিদ রেপসন বলেন যে, এই সকল মুদ্রার লিপিতে ব্যবহৃত অক্ষর বহু পরবর্তী কালের অক্ষর কল্যাণপুরের কলচুরি অথবা চেদিবংশের একজন মাত্র রাজার মুদ্র আবিষ্কৃত হইয়াছে । ইহাতে একদিকে বরাহ অবতারের মূৰ্ত্তি ও অপরদিকে নাগরী অক্ষরে মুরারি লিখিত আছে মুরারি সম্ভবতঃ এই বংশের দ্বিতীয় রাজা সোমেশ্বরদেবের অপর নাম ৯ । --- ASAAAS A SAS SSAS SSAS SSAS (*) Indian Coins, p. 37 : I. M. C. Vol., I, p. 312, (R) Ibid, pp. 312--13. Nos. 1–5. (•) Indian, Antiquary, 1896 p. 322, pl. II. 34. (3) Ibid, 1890, p. 79; Proceedings o the Asiatic Society of Bengal, 1872, p. 3. (4) Indian Coins, p. 38, I. M. C., Vol. I, pp. 317-18, Nos. 1-6. (*) Elliott's South Indian Coins, p. 66. (*) Indian Coins, p. 38. (*) Elliott's South Indian Coins, p. 152, D ; pl. III, 87. (a) Ibid, p. 78.