পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ । উত্তরাপথের মধ্যযুগের মুদ্র। -ఫిక్స్రేష్ఠాణ శీఘ్రాఇళు (খ ) মধ্যদেশ । মুদ্রাতত্ত্ববিদগণ অনুমান করিয়া থাকেন যে, দাঙ্গলের অধিপতি চেদিবংশীয় গাঙ্গেয়দেব উত্তরাপথে এক প্রকার নূতন মুদ্র প্রচলিত করিয়াছিলেন ১ । ইহাতে একদিকে দুইছত্রে রাজার নাম লিখিত আছে ও অপরদিকে পদ্মাসনা লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে। কিন্তু এই জাতীয় মঙ্গীপালদেবের নামাঙ্কিত সুবর্ণমুদ্রা যদি প্রতীহারবংশীয় মহেন্দ্রপালের পুত্ৰ সমাট মহীপালের মুদ্রা হয়, তাহা হইলে ইহা অবশু স্বীকার করিতে হইবে যে, এই জাতীয় মুদ্রার প্রচলন গাঙ্গেয়দেবের পূৰ্ব্বে আরব্ধ হইয়াছিল । সম্ভবতঃ গুর্জর প্রতীহারগণের অধিকারকালে এই জাতীয় মুদ্র সর্বপ্রথমে মুদ্রাঙ্কিত হইয়াছিল। উদভাণ্ডপুরের শাহিরাজগণের মুদ্রা যেমন উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যযুগের মুদ্রার আদর্শ হইয়াছিল, মহীপাল অথবা গাঙ্গেয়দেবের সুবর্ণমুদ্রাও সেইরূপ মধ্যদেশে মধ্যযুগের মুদ্রার অনুকরণের আদর্শ হইয়াছিল। মধ্যপ্রদেশে চেদিরাজবংশ দীর্ঘকাল যাবৎ রাজত্ব করিয়াছিলেন, কিন্তু এই বংশের রাজগণের মধ্যে (*) Indian Coins, p. 33.