পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ পরিচ্ছেদ । ミ >Q গজনির সুলতান মহমূদ যখন উত্তরাপথ আক্রমণ করিয়াছিলেন, তখন কান্তকুক্তের গুর্জর প্রতীহাররাজগণের বিশাল সাম্রাজ্যের অন্তিমদশা উপস্থিত । খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষাদ্ধে কান্তকুঞ্জ চেদিবংশীয় কণদেবের অধিকারভুক্ত হইয়াছিল । কণদেবের পরে গাইডবালবংশীয় চন্দ্রদেব কান্তকুঞ্জ অধিকার করিয়া একটি নূতন রাজ্য প্রতিষ্ঠা করিয়া, ছিলেন । চন্দ্রদেবের কোন মুদ্রা অসুবিধি আবিষ্কৃত হয় নাই । তাহার পুলের নাম মদনপাল বা মদনদেব । মদনপাল ১১০৪—১১০৯ খৃষ্টাব্দ পর্য্যস্থ ১ কান্তকুক্তের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন । উদভাগুপুরের শক্তিরাজবংশের অনুকরণে নিৰ্ম্মিত এক প্রকার মিশ্রধাতুর মুদ্রায় মদনপালের নাম পাওয়া যায় । মুদ্রাতত্ত্ববিদগণ এই জাতীয় মুদ্রাকে গাইডবালবংশীয় মদনপালের মুদ্র বলিয়া মনে করেন ২ । এই জাতীয় মুদ্রা পূৰ্ব্ব পরিচ্ছেদে আলোচিত হইয়াছে ও । মদনপালের পুত্ৰ গোবিন্দচন্দ্র ১১১৪ —১১৫৪ খৃষ্টাব্দ পর্য্যন্ত কান্তকুক্তের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন ৪ । BBBBBB BB BBB BB S BB BBBB BDBB S gB BBBS মুদ্র মহীপালদেব অথবা গাঙ্গেয়দেবের মুদ্রাব অমুকরণে মুদ্রিত । ইহাতে একদিকে দুই ছত্রে রাজার নাম ও অপরদিকে চতুভূজ । দেবীমূৰ্ত্তি আছে। গোবিনচন্ত্রের সুবর্ণমুদ্র দুইভাগে বিভক্ত হইতে পারে। প্রথম বিভাগের মুদ্রা বিশুদ্ধ সুবর্ণ দ্বারা নিৰ্ম্মিত, কিন্তু দ্বিতীয় - - - --- - - గా~- - - - - --y- S S S AAS AA AAAA AAAAS AAAA S AAAAAMMA AMMCCAMCC AAAA S (*) Epigraphia Indicit, Vol. VI i, App. 1, p. 13 (°) Coins of Mediaeval India, p. 87, No. 1 5. (ও একাদশ পরিচ্ছেদ পৃঃ ২-৩ to) Epigraphia Indica, Vol. Vi II, App, 1. p. 13 (a) I. M. C., Vol. 1, pp. 260-61, Nos, 1-6 A. (e) Ibid, p. 261, Nos. 7-1o.